একশো দিনের কাজের অর্থ বকেয়ার দাবিতে ধর্না ও ডেপুটেশন

একশো দিনের কাজের অর্থ বকেয়ার দাবিতে ধর্না ও ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর:
পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায় ১০০ দিনের কাজের মেটেরিয়াল সাপ্লাইয়ের বকেয়া অর্থ না মেটানোর প্রতিবাদে ধর্না ও ডেপুটেশন কর্মসূচি পালন করল ঠিকাদার সংস্থাগুলি। অভিযোগ, ১০০০ দিনের বেশি সময় অতিক্রান্ত হলেও এই অর্থ মেটানো হয়নি। এমনকি, প্রশাসনের তরফে এফটিও (ফান্ড ট্রান্সফার অর্ডার) জারি করা হয়নি, যার ফলে পেমেন্ট আটকে রয়েছে। এই পরিস্থিতিতে ক্ষোভে ফেটে পড়েছেন ঠিকাদাররা।
গড়বেতা বিডিও অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান ঠিকাদার সংস্থার সদস্যরা। তারা দাবি করেন, কোটি কোটি টাকার বকেয়া অর্থ কবে মেটানো হবে এবং তা আদৌ মিলবে কি না, সে বিষয়ে কোনও নিশ্চয়তা নেই। তাদের অভিযোগ, প্রশাসনের উদাসীনতার কারণে তারা আর্থিক সংকটে পড়েছেন। তাদের বক্তব্য, এতদিন ধরে কাজ করানোর পরও অর্থ না মেটানো এক প্রকার প্রতারণা।

বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে, এফটিও জারি না হলে পেমেন্ট করা সম্ভব নয়। তবে এতদিনেও কেন তা হয়নি, তা নিয়ে প্রশাসনের ভূমিকা প্রশ্নের মুখে। অনেকেই বলছেন, এই অব্যবস্থাপনার জন্য ঠিকাদারদের জীবন ও জীবিকা ঝুঁকির মুখে পড়েছে।
ঠিকাদার সংস্থাগুলির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তাদের বক্তব্য, সরকারের দায়িত্বশীল আচরণের অভাবই এই পরিস্থিতির জন্য দায়ী। তাদের প্রশ্ন, “আমাদের এত বড় আর্থিক ক্ষতি কে পূরণ করবে? আমাদের পাওনা টাকা কবে এবং কিভাবে মিটবে?”
ঠিকাদার সংস্থাগুলির এই প্রতিবাদ কর্মসূচি শাসক দলের জন্য বড় বিড়ম্বনার কারণ হতে চলেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। পশ্চিম মেদিনীপুরের মতো গুরুত্বপূর্ণ এলাকায় সরকারের বিরুদ্ধে এহেন বিক্ষোভ কর্মসূচি শাসক দলের ভাবমূর্তিতে প্রভাব ফেলতে পারে।
ঠিকাদারদের দাবি পূরণে বিলম্ব হলে আন্দোলনের মাত্রা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *