সঙ্কেত ডেস্ক: ভোট বাজারে এগিয়ে এল গরমের ছুটি ।৯মে থেকে ছুটি পড়ার কথা থাকলেও এগিয়ে আনা হল স্কুলের গরমের ছুটি। এবার ৬ মে থেকে ২ জুন পর্যন্ত গরমের ছুটি থাকবে বাংলার সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে। অর্থাৎ এবার ২২ দিন থাকবে গরমে ছুটি। কার্য্যত
বেড়ে গেল গরমের ছুটি। ভোটের জন্যই মূলত গরমের ছুটি বাড়ল বলে মনে করা হচ্ছে। কিন্তু এবার সেই গরমের ছুটি কিছুটা এগিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হল ।

প্রসঙ্গত উল্লেখ্য একদিকে যেমন রাজ্যে বাড়ছে গরমের তীব্রতা তার উপর ভোটের উত্তেজনাও ক্রমশ বাড়ছে বঙ্গে। সব মিলিয়ে গরমের ছুটি এগিয়ে এলে আখেরে ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা সকলেরই সুবিধা হবে। কিন্তু প্রশ্নটা হল উত্তরবঙ্গের স্কুলগুলিতে যদি আগাম গরমের ছুটি পড়ল সেখানে আখেরে কতটা সুবিধা হবে। কারণ সেখানে ভোটও আগে। আর মে মাসে সেখানকার একাধিক জেলাতে বিরাট গরম পড়ে এমনটা নয়। সেক্ষেত্রে অসন্তোষটা থেকেই যেতে পারে। তবে সামগ্রিক পরিস্থিতিতে এই গরমের ছুটি এগিয়ে নিয়ে আসার জেরে স্বস্তি পাবেন বহু পড়ুয়া।
তবে এনিয়ে ভিন্ন মতও উঠে আসছে।

উল্লেখ্য এদিকে ১৯ এপ্রিল থেকে রাজ্য়ে প্রথম দফার লোকসভা ভোট। প্রথম দফার জন্য ১৬ থেকে ২০ এপ্রিল কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে সব স্কুল বন্ধ থাকবে। ২৪-২৭ এপ্রিল দার্জিলিং, কালিম্পং, দুই দিনাজপুরে স্কুল বন্ধ থাকবে। তবে আগে গরমের ছুটি থাকত ১২ দিন। তবে এবার ভোটের জন্যও ব্যবহার করা হবে স্কুলগুলি। সেক্ষেত্রে সব মিলিয়ে ছুটির মেয়াদ বেড়ে ২২দিন হয়ে গেল। ৬ মে থেকে ২ জুন পর্যন্ত স্কুলগুলি বন্ধ থাকবে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *