নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি) দুর্গাপুরে প্রায় ৯৬.২২ কোটি টাকা ব্যয়ে নব নির্মিত একটি কেন্দ্রীয় গবেষণা ল্যাবরেটরির ও ১৫০০ আসন বিশিষ্ট অডিটোরিয়াম জাতির উদ্দেশে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জম্মু আইআইটি থেকে এক অনুষ্ঠানের মাধ্যমে ভার্চুয়ালি দুর্গাপুর এনআইটি ক্যাম্পাসে উদ্বোধন হওয়া উৎকর্ষ ভাবন নামের ১১১১০ বর্গ মিটারের জি+১০- তলা বিশিষ্ট, কেন্দ্রীয়ভাবে শীতাতপ নিয়ন্ত্রিত সেন্ট্রাল রিসার্চ ল্যাবরেটরি ভবনটি উচ্চ-স্তরের মাল্টি-ডিসিপ্লিনারি গবেষণা এবং উদ্ভাবনের জন্য নির্মিত। এখানে‘হাই রেজোলিউশন ট্রান্সমিশন ইলেক্ট্রন মাইক্রোস্কোপ (HRTEM)’, ‘আয়ন ক্রোমাটোগ্রাফি (IC)’, 400 MHz রেজোলিউশন সহ ফুরিয়ার ট্রান্সফর্ম নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোন্যান্স স্পেকট্রোমিটার (FT-NMR) ইত্যাদির মতো অত্যাধুনিক যন্ত্রগুলি মজুদ রয়েছে গবেষনার জন্য । এখানে পরিবেশ ও জল গবেষণা কেন্দ্র (CREW),সেন্টার ফর বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাসিসটিভ টেকনোলজি (বিট),সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ অন এনার্জি (CARE),সেন্টার অফ এক্সিলেন্স অন আইওটি এবং ইন্টেলিজেন্ট সিস্টেম (আইওটিআইএস) ইত্যাদির ব্যবস্থা থাকছে।

এর পাশাপাশি একটি ১৫০০ আসন বিশিষ্ট অডিটোরিয়াম এর ও উদ্ধবিধন করেন প্রধানমন্ত্রী, যেখানে ১৫০০ আসনের সহ থাকছে ২০,০০০-লুমেন প্রজেকশন সিস্টেম, অত্যাধুনিক অ্যাকোস্টিকস এবং অডিও-ভিজ্যুয়াল সুবিধা রয়েছে। অডিটোরিয়ামের মঞ্চটি একটি বিস্তৃত ২৮৮ বর্গ মিটার বিস্তৃত, ১৭.৫ x ৬ বর্গ মিটার পরিমাপের একটি বিশাল স্ক্রীন দ্বারা পরিপূরক এবং কেন্দ্রীয়ভাবে শীতাতপ নিয়ন্ত্রিত।
এদিন জম্মু আইআইটি থেকে দেশের ৩৬ টি শিক্ষাপ্রতিষ্ঠানের নানান প্রজেক্টের উদ্বোধন ও শিলান্যাস করেন । যার জন্য সামগ্রিক ভাবে ১১৪৬২.৫৪ কোটি টাকা ব্যয় বরাদ্দ ধার্য্য করা হয়ছে। এদিন প্রধানমন্ত্রী দুর্গাপুর এনআইটি ছাড়াও রাজ্যের খড়গপুর আইআইটি তে ২২৪.৫৫ কোটি টাকা ব্যয়ে গার্লস ও বয়েজ হোস্টেলের উদ্বোধন ও করেন ।
দুর্গাপুরে এনআইটিতে এই উপলক্ষে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ এস এস অ্যালুওয়ালিয়া,সংস্থার ডাইরেক্ট অরবিন্দ চৌবে প্রমুখ।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *