নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর
এবার বোমা আতঙ্কের সৃষ্টি হল পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই এলাকায়। জানা গিয়েছে, তৃনমূল নেতার বাড়ি লাগোয়া এলাকায় এই আতঙ্ক ঘিরে উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়েছে ।
উল্লেখ্য ক্ষীরপাই পৌরসভার ২ নম্বর ওয়ার্ড এর হালদারদিঘী এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে,তৃণমূল নেতার বাড়ি লাগোয়া একটি খড়ের গাদা থেকে মঙ্গলবার সকালে উদ্ধার হয়েছে একটি তাজা বোমা।
আর এই তাজা বোমা উদ্ধার হতেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তৃনমূল নেতা শিবরাম হাজরার বাড়ির সামনে খড়ের গাদায় বোমা আতঙ্ক সৃষ্টি হয়েছে।আতঙ্কিত জনতা সাথে সাথে খবর দেন পুলিশে । পুলিশ এসে এই বোমা উদ্ধার করে।
শুধু বোমা নয়,এর পাশাপাশি উদ্ধার হয়েছে সুতলি ও স্টোন চিপ। ঘটনাস্থলে পুলিশ এসে পুরো বিষয়টি খতিয়ে দেখার চেষ্টা করছে। কীভাবে এখানে এই বোমা এল,তা জানার চেষ্টা করছে পুলিশ প্রশাসন।