নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুর, 7ই আগস্ট, 2024: ভারতের অন্যতম শীর্ষস্থানীয় টেলিকমিউনিকেশন পরিষেবা প্রদাতা, ভারতী এয়ারটেল (“এয়ারটেল) আজ ঘোষণা করেছে যে তারা পশ্চিমবঙ্গে আরও 20 লক্ষ পরিবারের কাছে নিজেদের ওয়াই-ফাই পরিষেবা পৌঁছে দিতে পেরেছে।

এয়ারটেল ওয়াই-ফাই-এর সাথে গ্রাহক যে শুধু নির্ভরযোগ্য ওয়্যারলেস হাই-স্পীড ইন্টারনেট পরিষেবা ব্যবহার করতে পারবেন তাই নয়, পাশাপাশি আনলিমিটেড স্ট্রিমিং, 22+ OTT পরিষেবা ও 350+ TV চ্যানেলের মত আরও একগুচ্ছ সুবিধা পেয়ে যাবেন। এয়ারটেল ওয়াই-ফাই বুক করার জন্য গ্রাহক এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ থেকে অথবা 8130181301 নম্বরে কল করে অর্ডার জানাতে পারেন।

ভারতী এয়ারটেল, পশ্চিমবঙ্গের সিইও অয়ন সরকার ও উড়িষ্যা বলেন, “এবার পশ্চিমবঙ্গের প্রতিটি গলিতে এয়ারটেল ওয়াই-ফাই পৌঁছাতে পেরেছে, এই কথা ঘোষণা করতে পেরে আমার সত্যিই খুব আনন্দ হচ্ছে। প্রতি মাসে মাত্র Rs. 599 ট্যারিফ থেকে শুরু হওয়া এয়ারটেল ওয়াই-ফাই-এর মাধ্যমে গ্রাহকেরা বিনোদনের একাধিক বিকল্প লাভ করতে পারবেন যেমন 22+ OTT, 350+ টেলিভিশন চ্যানেল এবং এক নির্ভরযোগ্য হাই-স্পীড ওয়্যারলেস ওয়াই-ফাই পরিষেবা পাবেন। আমরা আশা করছি যে গ্রাহকেরা এই সুযোগ হাতছাড়া করবেন না এবং সীমাহীন বিনোদনের মজা নেবেন।”

এক ঝলকে সমস্ত প্ল্যান:

ট্যারিফ স্পীড সুবিধা অন্যান্য সুবিধা
₹599 30 Mbps পর্যন্ত 350+ TV চ্যানেল (HD সহ) ডিজনি+ হটস্টার, 22+ OTT ও আরও অনেক কিছু
₹899 100 Mbps পর্যন্ত 350+ TV চ্যানেল (HD সহ) ডিজনি+ হটস্টার, 22+ OTT ও আরও অনেক কিছু
₹1099 200 Mbps পর্যন্ত 350+ TV চ্যানেল (HD সহ) অ্যামাজন প্রাইম, ডিজনি+ হটস্টার, 22+ OTT ও আরও অনেক কিছু
₹1599 300 Mbps পর্যন্ত 350+ TV চ্যানেল (HD সহ) নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, ডিজনি+ হটস্টার, 22+ OTT ও আরও অনেক কিছু
₹3999 1 Gbps পর্যন্ত 350+ TV চ্যানেল (HD সহ) নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, ডিজনি+ হটস্টার, 22+ OTT ও আরও অনেক কিছু

পশ্চিমবঙ্গের গ্রাহকেরা হইচই, ক্লিকের মত সেরা বাংলা OTT প্ল্যাটফর্ম ও স্টার জলসা, জি বাংলা, কালার্স বাংলা, জলসা মুভিজ ও এবিপি আনন্দের মত সেরা চ্যানেল সীমাহীনভাবে দেখতে পাবেন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *