March 20, 2025

সময় সঙ্কেত

প্রবাহমান সময়ের পূর্বাভাষ

এসার ওয়েল সংস্থায় দুর্ঘটনায় নিহত দুই ঠিকা শ্রমিক,আহত তিন

নিজস্ব প্রতিনিধিঃ মঙ্গলবার সাতসকালে দুর্গাপুরের পারুলিয়া এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনা বেসরকারি গ্যাস উত্তোলনকারী সংস্থা এসার ওয়েল ও গ্যাস সংস্থার বর্জ্য এর মিশ্রিত জলে পড়ে যায় এক ঠিকা শ্রমিক, তাকে উদ্ধার করতে গিয়ে আরো এক শ্রমিক ওই বজ্র মিশ্রিত জলে পড়ে যায়। ঘটনাস্থলে তাদেরকে উদ্ধার করতে গিয়ে আরও ৩ শ্রমিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সকালে অন্যান্য দিনের মতো ওই বেসরকারি গ্যাস উত্তোলক সংস্থার পারুলিয়ার ২৪২ নম্বর পিটে কাজে যোগ দেয় ওই যুবকেরা। আচমকা গ্যাস উত্তোলনের পর বর্জ্য মিশ্রিত জমা জলে পড়ে যায় ওই পাঁচ ঠিকা কর্মী। জানা গেছে প্রথম এক ঠিক শ্রমিক বর্জ্য মিশ্রিত জলে পড়ে গেলে, তাকে উদ্ধার করতে গিয়ে আরো এক শ্রমিক ওই বর্জ্য মিশ্রিত জলে পড়ে যায়। ঘটনাস্থলে তাদেরকে উদ্ধার করতে গিয়ে আরও ৩ শ্রমিকও বর্জ্য জলে অসুস্থ হয়ে পড়ে ।আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয়দের সহযোগিতায় শোভাপুর সংলগ্ন বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে তাঁদের বিধান নগরের মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে আকাশ ও অনুপকে মৃত বলে ঘোষণা করা হয়।
পুলিশ ও শ্রমিক সূত্রে খবর, মৃত দুই শ্রমিকের নাম আকাশ বাধ্যকর (২৫) ও অনুপ সরকার (২৬)।আকাশের বাড়ি কাঁকসার জামবনে ও অনুপ মালদার বাসিন্দা।
স্থানীয় শ্রমিকরা অভিযোগ করেছেন যে কোম্পানির অবহেলা এবং নিরাপত্তা ব্যবস্থার অভাবের কারণে এই ঘটনা ঘটেছে। শ্রমিকরা জানিয়েছেন, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকলে তাদের সহকর্মীরা প্রাণ হারাতেন না। তারা কোম্পানির প্রশাসকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। ঘটনার পর স্থানীয় প্রশাসন তদন্ত শুরু করেছে। শ্রমিকরা কোম্পানির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে এবং দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। সেই সঙ্গে মৃত ও আহতদের পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ দাবি করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.