সঙ্কেত ডেস্ক: চব্বিশের আগে বিরোধী ঐক্যে শান? কলকাতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন অখিলেশ যাদব। শুক্রবার বিকেলে কলকাতায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ সিং যাদব।কালীঘাটে প্রায় ১ ঘণ্টা ধরে বৈঠক হল দু’জনের। সূত্রের খবর, কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা ও মোদী সরকার জনবিরোধী নীতির প্রচার করা নিয়ে কথা হয় মমতা ও অখিলেশের। সঙ্গে কংগ্রেসি দলগুলি কীভাবে ঐক্যবদ্ধ করা যায়. সেই প্রসঙ্গও ওঠে।আর তারপরই কংগ্রেস ও বিজেপির থেকে সমদূরত্ব বজায় রেখে তাঁরা ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিরোধী ঐক্য গড়তে চলেছে বলে ইঙ্গিত দিলেন অখিলেশ।
মমতার সঙ্গে বৈঠকের পর বাইরে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সমাজবাদী পার্টির প্রধান বলেন, “কংগ্রেস নির্বাচনের সময় কী ভূমিকায় থাকবে আগে তা ঠিক করুক। দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা একটি জোট তৈরি করে একসঙ্গে কাজ করার চেষ্টা করছেন। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও চেষ্টা করছেন, স্ট্যালিন চেষ্টা করছেন, চেষ্টা চালাচ্ছেন বিহারের মুখ্যমন্ত্রী এবং মমতাও। পরে এই জোটের নাম আলোচনা করে ঠিক করা হবে।”
এরপর কেন্দ্রের ক্ষমতায় আসীন বিজেপিকে তীব্র আক্রমণ করেন অখিলেশ বলেন, “বেকারত্ব ও মানুষের জীবনযাপনের খরচ অনেক বেড়ে গেছে এবং কৃষকরা লড়াই করছেন । বিজেপি ট্রিলিয়ন ডলার অর্থনীতির স্বপ্ন দেখাচ্ছে কিন্তু, কবে যুবরা চাকরি পাবেন? ”
উল্লেখ্য আগামী সপ্তাহে বিজেডির প্রধান নবীন পট্টনায়েকের সঙ্গে ওড়িশায় দেখা করবেন বাংলার মুখ্যমন্ত্রী।সেখানেও জোট নিয়ে আলোচনার সম্ভাবনা প্রবল বলে মনে করছে রাজনৈতিক মহল।
