March 19, 2025

সময় সঙ্কেত

প্রবাহমান সময়ের পূর্বাভাষ

কড়া নিরাপত্তায় খড়গপুর স্টেশন, সাধারণতন্ত্র দিবসে তৎপর প্রশাসন

তারক হরি, পশ্চিম মেদিনীপুর;সাধারণতন্ত্র দিবসের আগে খড়গপুর স্টেশনকে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। যেকোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে শনিবার সকাল থেকেই স্টেশনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ এই স্টেশন চত্বরে এবং ট্রেনের ভেতরে তল্লাশি অভিযান চালাচ্ছে রেল সুরক্ষা বাহিনী।

সকাল থেকে স্নিপার ডগ নিয়ে খড়গপুর জংশনের প্রতিটি প্ল্যাটফর্ম, ট্রেনের কামরা এবং স্টেশন চত্বর খতিয়ে দেখেন মহিলা পুলিশ ও অন্যান্য পুলিশকর্মীদের দুটি বিশেষ দল। স্টেশনের সর্বত্র নজরদারি চালাতে সিসিটিভি ক্যামেরা মোতায়েন করা হয়েছে। পুরো এলাকা জিআরপি এবং আরপিএফ যৌথভাবে তদারকি করছে।
খড়গপুর রেলওয়ে সুরক্ষা বাহিনীর অফিসার ইনচার্জ সুধীর কুমার জানিয়েছেন, “গুরুত্বপূর্ণ এই স্টেশন দিয়ে যাতায়াতকারী সমস্ত ট্রেনে এবং স্টেশন এলাকায় কড়া নজরদারি চালানো হচ্ছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সুরক্ষা বাহিনী সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে।”

সাধারণতন্ত্র দিবস উপলক্ষে এমন কঠোর নিরাপত্তার কারণে যাত্রীদের মধ্যে স্বস্তি ও নিরাপত্তার অনুভূতি বাড়ছে। প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন অনেক যাত্রী।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.