সঙ্কেত ডেস্ক: রাজ্য রাজনীতি যখন কলকাতার গীতা পাঠের আসরে নরেন্দ্র মোদীর অনুপস্থিতি নিয়ে উত্তাল সেই সময় শীতের আমেজ গায়ে মেখে উত্তরের জলপাইগুড়িতে মহিলা মন্ডলী শামিয়ানার নিচে পোয়াল বেছানো জমিতে বসে এক মনে মঞ্চে উপবিষ্ট বিশিষ্ঠ ব্রাহ্মণ পণ্ডিতদের মূখে গীতা পুরান পাঠ শুনছেন খোস মেজাজে।মোদির কলকাতার গীতা পাঠে না আসলেও উত্তরে শুরু হলো সাত দিনের জমজমাট গীতা পাঠের আসর।জলপাইগুড়ি শহরের রেসকোর্স পাড়ায় এই প্রথম বসেছে শ্রীমৎ ভগবৎ গীতা পাঠের আসর। পাহাড় সহ উত্তরের বিভিন্ন স্থান থেকে বিশেষ ব্রাহ্মণের দল উপস্থিত হয়েছেন এই গীতা পুরান পাঠের অনুষ্ঠানে।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কলস যাত্রা করে উদ্যোক্তারা।
বুধবার সকাল থেকেই শুরু হয়েছে পবিত্র গীতা পুরান পাঠ।এই প্রসঙ্গে গীতা পুরান পাঠের উদ্যোক্তাদের অন্যতম ঊষা লামা জানান।
সনাতন ধর্মাবলম্বী আগামি প্রজন্মের মধ্যে পবিত্র গীতার বাণী ছড়িয়ে দেওয়াই আমাদের মুল লক্ষ্য।
আগামী সাত দিন ধরে চলবে এই অনুষ্ঠান, জলপাইগুড়ি সহ ডুয়ার্সের বিভিন্ন স্থান থেকেও কৃষ্ণ ভক্তরা আসছেন এই অনুষ্ঠানে।
গীতা পুরান পাঠের সঙ্গে প্রতিদিন ভক্ত বৃন্দের জন্য ভাণ্ডারার আয়োজন রাখা হয়েছে।
পূজা পাঠ এর বিরতির সময় ভক্তদের মধ্যে ভান্ডারা থেকে প্রসাদ বিতরণ করা হবে প্রতিদিন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *