নিজস্ব প্রতিনিধি: সালানপুর থানার কল্যানেশ্বরী ফাঁড়ির পুলিশের বড়সড় সাফল্য।উদ্ধার চুরির মোটর সাইকেল।এবং গ্রেফতার দুই মোটর সাইকেল চোর।ধৃত দুই যুবককের নাম দীপক লোহার ও কিষান বাসকী লেফ্ট ব্যাংক নিউ কলোনির বাসিন্দা।ঘটনা প্রসঙ্গে জানা যায় সালানপুর থানার কল্যানেশ্বরী ফাঁড়ির এস আই ফাল্গুনী বন্দ্যোপাধ্যায়ের কাছে গোপন সূত্রে খবর আসে এই অঞ্চলের দুই যুবক চুরির নতুন হিরো স্প্লেন্ডার মোটর সাইকেল নিয়ে ঘোরাঘুরি করছে।পুলিশ তদন্তে নেমে কল্যানেশ্বরী ফাঁড়ির ইনচার্জ উজ্জ্বল সাহের নির্দেশে এস.আই ফাল্গুনী বন্দ্যোপাধ্যায় পুলিশের দলবল নিয়ে লেফ্ট ব্যাংকে দীপক লোহারের বাড়িতেই অভিযান চালায় এবং হিরো স্প্লেন্ডার মোটর সাইকেলটি উদ্ধার করে সঙ্গে লেফ্ট ব্যাংক নিউ কলোনির বাড়ি থেকেই দীপক ও কিষান নামক দুই যুবককে আটক করে।পুলিশ তাদের ফাঁড়িতে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে।তারপর তারা পুলিশের কাছে স্বীকার করে কুলটি থানার অন্তর্গত হদলার রোড থেকে কয়েক মাস আগে তারা মোটর সাইকেলটি চুরি করে।তারপর দীপক লোহারের পুরোনো এক মোটর সাইকেলের (WB 38T 8984)নম্বর প্লেটটি খুলে চুরির গাড়িতে লাগিয়ে ব্যাবহার করে।আসলে চুরির মোটর সাইকেলটি ঝাড়খণ্ড নম্বর (JH10CP5792)।পুলিশ ধৃত দুই যুবককে বুধবার দিন আসানসোল আদালতে পাঠায়।ঘটনার পুরো তদন্ত শুরু করেছে পুলিশ।