সংবাদদাতা: কাকসার বাসুদেবপুরে নবনির্মিত দলীয় তৃণমূল কংগ্রেস কার্যালয়ের শুভ উদ্বোধন। কার্যালয়টি শুভ উদ্বোধন করেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, উপস্থিত ছিলেন কাঁকসা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নব কুমার সামন্ত, পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানীপ্রসাদ ভট্টাচার্য, পশ্চিম বর্ধমান জেলার কৃষাণ খেত মজদুর সেলের সভাপতি জয়ব্রত বৈদ, পশ্চিম বর্ধমান জেলা ST সেলের সভাপতি মঙ্গল টুডু,কাঁকসা পঞ্চায়েত সমিতির সদস্য আবদুল আলম খান পিরু সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তৃণমূল কংগ্রেসের ইতিহাসে কাঁকসা ব্লকের এই বাসুদেবপুর গ্রাম শহীদদের স্মৃতিচিহ্ন নিয়ে বেড়াই। তৃণমূল কংগ্রেসের উত্থানে এই বাসুদেবপুরের শহীদদের ভূমিকা রয়েছে যথেষ্ট। তাই বাসুদেবপুর গ্রামের তৃণমূল কংগ্রেসের নবনির্মিত কার্যালয়ের উদ্বোধনে শহীদদের রক্তে রাঙা বলিদানে কিছুটা শান্তির নিঃশ্বাস বয়ে আনবে। এই নবনির্বিত কার্যালয় টির নামকরণ করা হয়েছে শহীদ সুকুমার ঘোষ স্মৃতি ভবন। আজকের কার্যক্রমে জেলা সভাপতি উদ্বোধনের প্রথমে দলীয় পতাকা উত্তোলন করেন এবং কেক কেটে নবনির্মিত ভবনটির ফিতে কেটে উদ্বোধন করেন। তিনি বলেন, সিপিআইএমের হার্মাদ বাহিনীর সন্ত্রাসের রক্তে রাঙা বাসুদেবপুরে তৃণমূল কংগ্রেসের এই নবনির্মিত কার্যালয় টি উদ্বোধনে শহীদদের স্মৃতিরক্ষার্থে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে , কাঁকসা ব্লকের সকল নেতৃত্বকে আগামী লোকসভা নির্বাচনে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের বার্তা দেন জেলা সভাপতি । এছাড়াও তিনি বলেন, বিজেপির বর্বরতা, সাম্প্রদায়িকতা র বিষবাষ্প থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে এই আগামী লোকসভা নির্বাচনে বিপুল ভোটে এই কাঁকসা ব্লক থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে বিপুল ভোটে জয়লাভ করতে হবে। এবং কর্মীদের ব্যক্তিগত ইগো ছেড়ে একত্রে চলার বার্তা দেন তিনি।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *