সঙ্কেত ডেস্ক: RG কর কাণ্ডের স্টেটাস রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দিল CBI। এদিকে শুনানি চলাকালীন জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দেওয়ার বার্তা দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। তিনি জানিয়েছেন, চিকিৎসকদের যাবতীয় সুরক্ষার ব্যবস্থা করা হবে। এবং বর্তমানে চলতে থাকা কর্মবিরতির জন্য কোনও পদক্ষেপ নেওয়া হবে না।
বৃহস্পতিবার শুনানি চলাকালীন প্রধান বিচারপতি চিকিৎসকদের টানা ৩৬ ঘণ্টা ডিউটি করা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তবে অতিদ্রুত কাজে যোগ দেওয়ার বার্তা দেন তিনি।
অন্যদিকে চিকিৎসকদের আইনজীবীদের অভিযোগ, ইন্টার্নদের হুমকি দেওয়া হচ্ছে। সেই প্রসঙ্গে সলিশিটর জেনারেল এজলাসের মধ্যেই জানান, যাঁরা হুমকি দিচ্ছেন তাঁদের নাম জানালে CISF ব্যবস্থা নেবে।
RG কর কাণ্ড নিয়ে স্বতঃপ্রণোদিত ভাবে মামলা শুনতে চেয়েছিল সুপ্রিম কোর্ট। সোমবার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন সদস্যের একটি বেঞ্চে মামলাটির প্রথম শুনানি হয়েছিল।
কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের ঘটনায় প্রথম শুনানিতেই বিরক্তি প্রকাশ করেছিল সুপ্রিম কোর্ট। কেন একটি সরকারি হাসপাতালে চিকিৎসকদের জন্য আলাদা বিশ্রামের জায়গা নেই, তা নিয়েও বিরক্তি প্রকাশ করেছিল বিচারপতিদের বেঞ্চ। প্রধান বিচারপতি জানিয়েছিলেন, একটি ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করা হবে। চিকিৎসকদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি অনুসন্ধান করে দেখবে সেই টাস্ক ফোর্স। এবং বৃহস্পতিবারের মধ্যে স্টেটাস রিপোর্ট চেয়েছিল আদালত। সেইমতো আজ সেই রিপোর্ট জমা করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।