নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর
বড়সড় বিপদ থেকে রক্ষা পেল তেল ট্যাঙ্কার সহ মালগাড়ির ইঞ্জিন। জানা গিয়েছে, মেদিনীপুরের খড়াপুর ও মেদিনীপুর স্টেশনের মাঝে গিরি ময়দান স্টেশন সংলগ্ন এলাকায় তেল ট্যাঙ্কার মালগাড়ি হটাৎই লাইনের ওপর দিয়ে যাওয়ার সময়, তিনটি তেল ট্যাঙ্কার বগি সহ মালগাড়ির ইঞ্জিন কাপলিং ভেঙে বেশ কয়েকশো মিটার সামনে এগিয়ে যায়।পেছনে প্রায় ৪০টি ট্যাঙ্কার ওই লাইনেই দাঁড়িয়ে পড়ে।তৎক্ষণাৎ গলযোগ অনুধাবন করেই চালক দ্রুত মালগাড়িটি দাঁড় করিয়ে দেন। ঘটনার জেরে সাময়িক ভাবে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
এদিকে ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন রেলের উচ্চপদস্থ আধিকারিক সহ ইঞ্জিনিয়ার ও কর্মীরা।
বুধবার সন্ধ্যা প্রায় ৬টা নাগাদ এই যান্ত্রিক গোলযোগের কারণে আপ লাইনে বেশ কয়েকঘন্টা ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ প্রায় দু ঘন্টা পর রেল ইঞ্জিনিয়ার ও কর্মীদের তৎপরতায় গোলযোগ কাটিয়ে স্বাভাবিক পরিস্থিতি হয়।