নিজস্ব প্রতিনিধি: কুলটি স্টেশনে ওভারব্রিজ নির্মাণের স্বপ্ন এখন বাস্ত বায়নের দিকে এগোচ্ছে।এর জন্য মাটি পরীক্ষা করা হচ্ছে। উত্তরপ্রদেশ ব্রিজ কনস্ট্রাকশন কোম্পানি রেলওয়ের মাটি পরীক্ষার কাজ প্রায় 15 দিন ধরে চলছে।সেতু নির্মাণের মাটি পরীক্ষার কাজ শুরু হয়েছে। মাটি পরীক্ষার পর সেতু নির্মাণের কাজ শুরু হতে পারে।এই নির্মাণ কাজের জন্য মাটি পরীক্ষার মেশিন ও ড্রিল মেশিনসহ বিপুল সংখ্যক যানবাহনও স্থাপন করা হয়েছে।দুই মাস আগে কুলটি রেলস্টেশনে ওভার ব্রিজ নির্মাণের পরিকল্পনা করা হয়। তারপর রেল এবং আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন একটি সারি বদ্ধকরণ করেছিল। কুলটি স্টেশন থেকে যাওয়ার সময় ইন্দিরা গান্ধী নিউ কলোনির দিকে যাওয়ার রাস্তা থেকে শুরু করে সিআইএসএফ রোডে একটি সেতু তৈরির পরিকল্পনা করা হয়েছিল। আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের কাউন্সিলর সেলিম আখতার আনসারি জানান, মাটি পরীক্ষা শুরু হয়েছে। এই রেলক্রসিংয়ের দাবির প্রেক্ষিতে সংসদ সদস্য শত্রুঘ্ন সিনহা সেতু নির্মাণের অনুমোদন পেয়ে কুলটি এলাকার মানুষের দীর্ঘ প্রতীক্ষিত দাবি পূরণ করেছেন।