সংবাদদাতা: আবারো কেরালায় ট্রলারে মাছ ধরার কাজে গিয়ে মৃত্যু হল রাজ্যের এক মৎসজীবীর, গত দুদিন আগে একইভাবে মৃত্যু হয়েছিল পাথরপ্রতিমার একমাত্ পরিণতির।
উল্লেখ্য গত দেড় মাস আগে মাছ ধরার উদ্দেশ্যে কেরালায় রওনা দিয়েছিল কাকদ্বীপের এক মৎস্যজীবী ।ওই মৎ্যজীবীর নাম হরি দাস বয়স আনুমানিক ( ৪৮)।বাড়ি কাকদ্বীপ বিধানসভার অন্তর্গত আট নম্বর কালিনগর পশ্চিম গঙ্গাধরপুরে। স্থানীয় সূত্রে জানা যায়, গত দেড় মাস আগে হরিদাস মাছ ধরার উদ্দেশ্যে রওনা দেয় কেরালাতে। রবিবার সকালে পরিবারের কাছে খবর আসে হরিদাস ট্রলার থেকে পড়ে মারা গেছে। আজ সকালে পরিবারের কাছে হরি দাসের নিধর দেহ এসে পৌঁছায়। কান্নায় ভেঙে পড়ে পরিবারের সদস্যরা। হরিদাস একমাত্র পরিবারের রোজগেরে ছিল বলেই দাবি স্থানীয় দের। হরিদাসের পরিবারের সদস্যরা জানায় হরিদাসের দুই মেয়ে এক ছেলে এই বছরই হরিদাসের ছেলে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। অভাবের টানে তারা কেরালায় মৎস্য সেখানে উদ্দেশ্যে গিয়েছিল।