নিজস্ব প্রতিনিধি,পশ্চিম মেদিনীপুর:গ্রীষ্মের তাপ প্রবাহের সাথে পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক উত্তাপ! প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা জোর কদমে নেমে পড়েছেন প্রচার পারবে। নবর্ষের দিনেই কেশপুরের মাটিতে প্রচার শুরু করেছিলেন লোকসভার বিজেপি প্রার্থী হিরন চট্টোপাধ্যায়।সোমবার ফের কেশপুরে জোর কদমে প্রচার শুরু করলেন তিনি।এদিন কেশপুর ব্লকের তুষখালী গ্রামে তৃণমূলের হাতে অত্যাচারিত বিজেপি কর্মী বিভাস রানা, পলাশ হাজারী ও মন্টু পানের বাড়িতে যান হিরণ। অত্যাচারিতদের কাছ থেকে ভয়াবহ দিনের বর্ণনা শোনেন বিজেপি প্রার্থী।
এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে হিরণ বলেন, “কেশপুরের আমি বেশ কয়েকটি অঞ্চল ঘুরে দেখলাম, কোথাও কেন্দ্রীয় বাহিনীর জাওয়ানদের টহল হচ্ছে না। নির্বাচন কমিশনারের দায়িত্ব শান্তিপূর্ণভাবে নির্বাচন করার। আমি জেলাশাসক, মহকুমা শাসক এবং নির্বাচন কমিশনারের সমস্ত আধিকারিক এর কাছে অনুরোধ করব আপনারা বিষয়টি দেখুন। যেখানে সেখানে বিজেপির কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে এবং বিজেপির পতাকা ব্যানার খুলে ফেলা হচ্ছে রাতের অন্ধকারে।”
তারপর তিনি এলাকার সাংসদ দেব কে উদ্দেশ্যে বলেন, কর্মীদের যেন বলে দেন ভোট লুট না করতে। আর যদি এ ধরনের ঘটনা ঘটে, তাহলে কেশপুরে ভোটের দিন দাঁড়িয়ে থেকে ভোট লুট রক্ষা করবো কার্যত হুশিয়ারির সুরে জানালেন হিরণ।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *