সংবাদদাতা,কলকাতা: নির্বাচনী প্রচার কর্মসূচি থেকে ছোট্ট বিরতি! সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতা তথা দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী সৌগত রায় রবিবার, বরানগরে আয়োজিত বরানগর প্রিমিয়ার লিগে অংশ নিলেন। সৌগতবাবু নিজে একজন ক্রিকেট অনুরাগী। তাই এই সুবর্ণ সুযোগ তিনি হাতছাড়া করেননি। সটান মাঠে পৌঁছে যান। তাতে আয়োজকরাও খুশি হন।
সৌগত রায়কে মাঠে দেখে দেখে খেলোয়াড় এবং দর্শক, দুই পক্ষই চমকে যায়। সকলেই সৌগতবাবুকে খেলার জন্য অনুরোধ করেন। তাঁর পরনে ধুতি থাকা সত্ত্বেও, ক্রিকেট খেলার স্মৃতি স্মরণ করে ব্যাট হাতে মাঠে নেমে পড়েন সৌগত রায়। একের পর এক বলে চার ও ছক্কা হাঁকাতে শুরু করেন তিনি। তা দেখে দর্শকরাও আপ্লুত হয়ে পড়েন। তাঁরা চিৎকার করে সৌগতবাবুকে সমর্থন জানান। শেষে তিনি বলেন, ‘খেলা হবে’ এবং আবারও ফেরার প্রতিশ্রুতি দেন।