নিজস্ব প্রতিনিধি: পশ্চিম বর্ধমানের রানীগঞ্জের ইসিএল এর নারায়ণকুড়ি খোলা মুখ খনিতে বিস্ফোরণের জেরে এলাকার বেশ কিছু বাড়িতে ও ক্লাব ঘরে ফাটল দেখা গেছে। বিস্ফোরণের সময় পাথর ছিটকে এসে বাড়িতে পড়ে, এতে প্রাণহানির সম্ভাবনা ছিলো। এই বিস্ফোরণের জন্য ক্ষতিগ্রস্থের সম্মুখীন গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার ইসিএলের ক্ষনিতে থাকা গাড়ি ও অফিস ভাঙচুর চালায়, ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। যদিও ইসিএলের আধিকারিকরা অফিস থেকে পালিয়ে যায়।
গ্রামবাসীদের অভিযোগ ক্ষনিকতৃপক্ষ কে বার বার অসুবিধার কথা জানিয়েও কোনো লাভ হয়নি। বিস্ফোরণ হবার ফলে ঘরবাড়ি নড়ে যাচ্ছে এবং এদিন বিস্ফোরণের সময় পাথর ছিটকে এসে বাড়িতে পড়ার ফলে বাড়ি ঘর ক্ষতি হচ্ছে।
গ্রামীণদের আরও দাবি যে বিস্ফোরণের ঘটনা এই প্রথম নয়, এর আগেও বেশ কয়েক বার বিস্ফোরণ ঘটার পরও তারা বিক্ষোভ দেখালেও প্রতিবারই ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে ইসিএল কর্তৃপক্ষ দায়সারা মনোভাব দেখায়। গ্রামবাসীরা জানিয়েছেন যে রূপ ভাবে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তাতে প্রাণহানির সম্ভাবনা ছিল। গ্রামবাসীরা জানান ইসিএল কর্তৃপক্ষ তাদের কাছে বিস্ফোরণ না ঘটানোর প্রতিশ্রুতি দিলে তবেই তারা কয়লা খনির উৎপাদন চালু করতে দেবেন না হলে কয়লা খনির উৎপাদন চালু করতে দেবেনা।
খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে সিআইএসএফ ও রানীগঞ্জ থানার পুলিশ।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *