সঙ্কেত ডেস্ক: রবিবাসরীয় দুপুরে গোটা বাংলাকে চমকে দিয়ে বড়় সিদ্ধান্ত ঘোষণা করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যয়। কলকাতা হাইকোর্টের বিচারপতির পদ থেকে মঙ্গলবার ইস্তফা দেবেন তিনি।রবিবার দুপুরে একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে তিনি বলেন, গত সাত দিন ধরে ছুটি নিয়েছিলাম। কিছু ব্যক্তিগত কাজ ছিল। সোমবার হাইকোর্টে গিয়ে কিছু বকেয়া কাজ সারতে হবে। তার পর মঙ্গলবার প্রধান বিচারপতির কাছে আমার ইস্তফা পত্র পাঠিয়ে দেব।পরবর্তীতে রাজনৈতিক ময়দানেই যাবেন বলে তিনি জানালেন।
ইতিমধ্যে বিচারপতি গাঙ্গুলি কে কংগ্রেস দলে আসতে আহ্বান জানালেন অধির চৌধুরী। তবে বিচারপতি গাঙ্গুলি তমলুক কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হতে পারেন বলে জল্পনা।