নিজস্ব প্রতিনিধি,কেশপুর, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকের আনন্দপুর এ সরকারি জমিতে কয়েক বছর আগে ঘাটালের সংসদ অভিনেতা দীপক অধিকারী দেব একটি শিশুর দানের শিলান্যাস করেছিলেন বলে স্থানীয় বাসিন্দা সহ বিরোধীদের অভিযোগ বর্তমানে। প্রস্তাবিত শিশুর দানের জায়গাতে গড়ে উঠতে চলেছে অবৈধ নির্মীয়মান কনস্ট্রাকশন। স্থানীয় বাসিন্দাদের দাবি প্রস্তাবিত সরকারি জমিতে যাহাতে শিশুউদ্যান টি গড়ে ওঠে এলাকার সৌদ্ধাযন সহ শিশুর থেকে বয়স্কদের মনের বিকাশে জন্য প্রয়োজন শিশু উদ্যানের যাহাতে ওই প্রস্তাবিত স্থানে শিশুর দান গড়ে ওঠে প্রশাসনের কাছে সে দাবী জানিয়েছেন। পাশাপাশি বিরোধীরা কটাক্ষ করতে ছাড়েননি। ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ বলেন যে শিশুর দান কেন কোন কিছুই হবে না এই কেশপুরের মাটিতে কাঠ মানি ছাড়া কিছুই নেই এই কেশপুরের জন্য। সাংসদ যেখানে যা কথা দিয়েছেন তা কোন জায়গাতেই কিছুই তিনি করেননি এতে সাধারণ মানুষের বোঝার দরকার। কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তরঞ্জন গোরাই এ বিষয়ে তিনি জানিয়েছেন এই ব্যাপারটি আগের পঞ্চায়েত সমিতির আমলে ঘটনা তাই এর প্রকৃত না হওয়ার কারণটি তিনি খতিয়ে দেখে সমস্ত ব্যাপারটি দেখবেন যাতে প্রস্তাবিত জায়গাতে শিশুর দান গড়ে ওঠে তার ব্যবস্থা করবে বলে আশ্বাস দিয়েছে। এলাকাবাসী কামাখ্যা রঞ্জন দত্ত জানান, এলাকায় একটি শিশু উদ্যান খুব প্রয়োজন। অভিনেতা সাংসদ দীপক অধিকারীর কাছে অনুরোধ আপনি প্রস্তাবিত শিশু উদ্যানের জায়গায়, শিশু উদ্যানটি গড়ে তুলুন। উল্টোদিকে ঘাটাল সংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক তথা কেশপুরের বিজেপি নেতা তন্ময় ঘোষ জানান, তৃণমূল সবেতেই কাঠমানী নিয়ে কন্টাকটারকে বিল্ডিং করতে দিয়েছে, এলাকার উন্নয়ন চায়না, পকেটের উন্নয়ন চায় তৃণমূলের নেতারা।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *