সংবাদদাতা, ঘাটাল:টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায়৷ আবহাওয়ার উন্নতি হলেও ডিভিসি-সহ একাধিক জলধার থেকে জল ছাড়ার ফলে বানভাসি হয়েছে একের পর এক জেলা৷ বিশেষ করে ঘাটালের বন্যা পরিস্থিতি বেশ সংকটজনক৷আবহাওয়ার উন্নতি হলেও জল বাড়ছে ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকায়। ফলে দুর্ভোগ অব্যাহত ঘাটাল জুড়ে৷ এমনকি বাজার করার জন্যও নৌকা নিয়ে আসতে হচ্ছে মানুষকে। বাজার এলাকার রাস্তা যেন আস্ত নদী হয়ে গিয়েছে৷জল ঢুকেছে চন্দ্রকোণা, দাসপুর-সহ বিভিন্ন ব্লক এলাকায়। জলের প্রবল স্রোত চলছে রাস্তার উপর দিয়ে। নদী ও রাস্তার মধ্যে পার্থক্য করা মুশকিল হয়ে উঠেছে৷ এই অবস্থায় পানীয় জলের সমস্যাও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে৷ শুধু তাই নয়, ভেঙে পড়েছে এখানকার একাধিক মাটির ঘর। যার জেরে দুর্ভোগে এলাকার সাধারণ মানুষ৷

এই অবস্থায় ঘাটালের মানুষ যাঁদের পাশে দালায়েন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার। ঘাটালে বন্যা পরিস্থিতিতে জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার, আই.পি.এস বন্যা কবলিত মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন শুকনো খাবার, পানীয় জল, ত্রিপল, ঔষধ, বস্ত্র ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী। সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, খড়্গপুর, এস.ডি.পি.ও., ঘাটাল, সি.আই., ঘাটাল, ও.সি, ঘাটাল থানা এবং অন্যান্য পুলিশ আধিকারিক।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *