সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর:- বুধবার তিনটি অরাজনৈতিক কর্মসূচি নিয়ে ঘাটালে আসেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী তথা দেব। দেবকে স্বাগত জানাতে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে কর্মরত ও মেডিকেল পড়ুয়ারা উপস্থিত ছিলেন। প্রথমে তিনি ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে এসে হাসপাতাল কর্তৃপক্ষ এবং দায়িত্বে থাকা আধিকারিকদের সাথে কথা বলেন বিভিন্ন সমস্যা নিয়েতার পর পাঁচটি বেড সম্পূর্ণ ডায়ালিসিস বিভাগের উদ্বোধন করেন। সেখানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি প্রতিমা মাইতি এবং জেলা পরিষদের কর্মদক্ষরা সহ ঘাটালের মহকুমা শাষক সুমন বিশ্বাস সহ ঘাটাল ব্লকের বিভিন্ন প্রশাসনিক আধিকারিকেরা।
ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ডায়ালিসিস বিভাগের উদ্বোধনের পর ঘাটাল লোকসভার সাংসদ কার্যালয়ে এসে জনতার দরবার বলে একটি কর্মসূচি করেন তিনি। যেখানে ঘাটাল লোকসভা র ১৫ জন সাধারণ মানুষের সুবিধা অসুবিধার কথা শোনেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী এবং সমস্যা সমাধানের চেষ্টা করছেন তিনি। এবং ঘাটাল সেন্ট্রাল বাস স্ট্যান্ডে পথবাতির উদ্বোধন করেন তিনি।