চকোলেট কিনতে গিয়ে ধর্ষণের শিকার ১২ বছরের কিশোরী

সঙ্কেত ডেস্ক: বীরভূমের সিউড়িতে হাড়হিম করা ঘটনা। চকোলেট কিনতে গিয়ে দোকানদারের লালসার শিকার ১২ বছরের নাবালিকা! এমন ঘটনায় বুধবার রণক্ষেত্র হয়ে উঠল বীরভূমের সিউড়ি ।কাঠগড়ায় মুদি দোকানি। ঘটনা জানাজানি হতেই দোকান ভাঙচুর স্থানীয় বাসিন্দাদের। পলাতক অভিযুক্ত।
জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির পাশে মুদির দোকানে গিয়েছিল ১২ বছরের ওই কিশোরী। চকোলেট কিনে চলে আসার সময় তাকে দোকানের ভিতর ডাকে দোকানদার। পরিচিত হওয়ার তার ডাকে সাড়া দেয় নির্যাতিতা। এরপরই দোকানের ভিতর নিয়ে গিয়ে ১২ বছরের কিশোরীকে ধর্ষণ করে অভিযুক্ত প্রদীপ কীর্তনিয়া। কিশোরীকে দোকান থেকে বের হতে না দেখে সন্দেহ হয় এক প্রতিবেশী মহিলার। তিনিই আশেপাশের লোকজনকে ডেকে গোটা ব্যাপারটি জানান। এরপর লোকজন আসতেই নির্যাতিতাকে ছেড়ে দেয় অভিযুক্ত।বাড়ি গিয়ে গোটা বিষয়টি জানায় ওই কিশোরী। রাতেই থানায় অভিযোগ দায়ের হয়।
এই ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। অন্যদিকে বুধবার সকাল থেকে অভিযুক্তের গ্রেফতারির দাবিতে উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা।অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। দোকানে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক। তার দাদাকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।