নিজস্ব প্রতিনিধি:আর.জি.কর. হাসপাতালের নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে সারা দেশ যখন উত্তাল ঠিক তখনই এই বিষয়ে এবং অবশ্যই বাংলাদেশে সনাতনী হিন্দুদের উপর পাশবিক অত্যাচারের বিরুদ্ধে বাঁকুড়ায় সমন্বয় মঞ্চে যৌথ ভাবে নেতৃত্ব দিতে দেখা গেল অখিলভারত হিন্দুমহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী এবং বিজেপির প্রাক্তন জেলা সাধারণ সম্পাদক জীবন চক্রবর্তীকে । বিগত লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী প্রাক্তন সাংসদ ডক্টর সুভাষ সরকারের বিরুদ্ধে “No Vote To Subhas Sarkar” প্রচার চালিয়ে হিন্দু মহাসভার সমর্থনে বাঁকুড়াতে প্রার্থী হয়েছিলেন জীবন চক্রবর্তী । তারপর তাকে বিজেপি পার্টি থেকে বহিষ্কার করার কথা ঘোষণা করা হয় । যদিও বাঁকুড়ার ছাতনা অঞ্চলে এই বিতর্কিত বিজেপি নেতা অত্যন্ত প্রভাবশালী ও জনপ্রিয় । ওনারই আবেদনে সমন্বয় মঞ্চের প্রধান অতিথি হয়ে ডক্টর চন্দ্রচূড় গোস্বামী ঘোষণা করেন আর.জি.কর. হাসপাতালের ঘটনা মানবতার লজ্জা কিন্তু এই ঘটনায় আমরা বাংলাদেশের হিন্দুদের উপর হওয়া অত্যাচারকে ভুলে না গিয়ে যাতে ধারাবাহিক ভাবে সমস্ত অত্যাচারিতের পাশে থাকতে পারি সেই জন্যই বাঁকুড়ার মহামানব চণ্ডীদাসের মাটিতে আমাদের এই আন্দোলন অত্যন্ত তাৎপর্যপূর্ণ । সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই সত্যের পথপ্রদর্শক বাঁকুড়ার ছাতনা নিবাসী চণ্ডীদাস যে মা বাঁশুলি দেবীর আরাধনা করতেন সেই দেবী মন্দিরে উপবাস করে পূজা দিয়েই সমন্বয় মঞ্চের মানব বন্ধন কর্মসূচী শুরু হল বলে আমাদের সবার কাছে এটি একটি ঐতিহাসিক মুহূর্ত । আমাকে প্রধান অতিথি হিসেবে আন্তরিক ভাবে আমন্ত্রণ জানানোর জন্য জীবন বাবু সহ সমগ্র বাঁকুড়াবাসীর কাছে আমি কৃতজ্ঞ । জীবন চক্রবর্তী তাঁর বক্তব্যে সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীকে হিন্দু হৃদয় সম্রাট বলে অভিবাদন করেন । তাঁর বক্তব্য ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর মত উচ্চ শিক্ষিত জনদরদী তরুণ প্রজন্মের যোগ্য নেতার বদলে রাজ্য বিজেপি কিছু অসংবেদনশীল অযোগ্য নেতার হাতে দায়িত্ব দেওয়ার ফলেই বিপুল জনসমর্থন থাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গে বিজেপি মাথা তুলে দাঁড়াতে পারছেনা । অতীতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জীর মত ব্যক্তিত্বকে হারিয়ে ফেলার ফলে সনাতনী জাতীয়তাবাদী রাজনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে তাই আজ আরেক হিন্দুত্বের পোস্টারবয় তরুণ তুর্কি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীকে সামনে রেখে আমাদের সবার হিন্দুত্ব রক্ষার লড়ায়ে ঝাঁপিয়ে পড়া উচিৎ । যারা বেশি হিন্দু সাজতে গিয়ে মুসলমান সম্প্রদায়কে দুধেল গাই সম্বোধন করে তিরিশ শতাংশ ভোট তৃণমূলকে নিশ্চিত করে দিচ্ছে তারা আর যাই হোক বিজেপির শুভাকাঙ্খী হতে পারেনা বলে সম্ভবত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ইঙ্গিত করেছেন জীবন চক্রবর্তী । ডক্টর চন্দ্রচূড় গোস্বামী এবং জীবন চক্রবর্তী যৌথ ভাবে ঘোষণা করলেন তাঁরা কোন জাতি, ধর্ম বা সম্প্রদায়ের বিরোধী নন কিন্তু যারা সন্ত্রাসবাদের পক্ষে বা যারা মেকি ধর্মনিরপেক্ষতার আড়ালে মৌলবাদকে তোষণ করে তাদের বিরুদ্ধেই মূলত সমন্বয়মঞ্চ লড়াই করবে । বাঁকুড়া জেলার বহু বিজেপি নেতাকর্মী আজ সমন্বয় মঞ্চে যোগদান করলেন । হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী এবং বাঁকুড়ার বিজেপি নেতা জীবন চক্রবর্তীর একই মঞ্চ থেকে যৌথ উদ্যোগে লড়াই করা নিঃসন্দেহে রাজ্য রাজনীতিতে এক নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে ।