নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর
দ্রুতগতির ট্রাকের বলি হলেন একজন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও এক। মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় অবরুদ্ধ হয়ে যায় রাজ্য সড়ক। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্র কোনায়। চন্দ্রকোনা ১ নং ব্লকের যারা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রামজীবনপুর বাইপাস রাজ্য সড়কের উপর ঘটে এই দুর্ঘটনা। জানা গেছে মৃত বছর ২০ র শামীম আক্তার আত্মীয়র বাড়ি যাওয়ার জন্য বেরিয়েছিলেন । ট্রাফিক নিয়ম মেনে চালাচ্ছিলেন সাইকেল ঠিক সেই সময় হঠাৎ পিছন থেকে দ্রুতগতির একটি ট্রাক এসে ধাক্কা মারে তাকে। রাস্তার একপাশে ছিটকে পড়েন তিনি । ঘটনাস্থলে মৃত্যু হয় তার । পুলিশ আসার আগেই ক্ষুব্ধ মানুষজন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পুলিশের সঙ্গে রীতিমতো খন্ড যুদ্ধ বেধে যায়। পুলিশের অসতর্কতার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন গ্রামবাসীরা। যদিও পড়ে ঘটনাস্থলে আসেন এক পুলিশ আধিকারিক। তিনি এসে গ্রামবাসীদের বুঝিয়ে বিক্ষোভ তুলে দেন। প্রায় দুই ঘন্টা স্তব্ধ হয়ে যায় যান চলাচল। মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। এই ঘটনায় গুরুতর আহত ট্রাক চালকও। ব্রেক ফেল করে এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। ট্রাক চালককে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে হাসপাতালে।