চন্দ্রকোনার স্কুলে দেড় লক্ষ টাকা চুরি, তদন্তে পুলিশ

তারক হরি, পশ্চিম মেদিনীপুর:
পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার পলাশচাবড়ী নিগমানন্দ উচ্চ বিদ্যালয়ে টিচার ইন চার্জ (টিআইসি) গণেশ চন্দ্র লেটের রুমের তালা ভেঙে দেড় লক্ষাধিক টাকা চুরি যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
জানা গিয়েছে, সরস্বতী পূজা, ভোকেশনাল ফর্ম বিক্রি এবং স্কুলের পরিকাঠামো উন্নয়নের কাজে ব্যবহারের জন্য গচ্ছিত টাকাগুলি চুরি হয়ে গিয়েছে। ঘটনাটি ঘটেছে জনবহুল পলাশচাবড়ী বাজার এলাকায় অবস্থিত স্কুলটিতে। স্কুলের টিআইসি গণেশ চন্দ্র লেট জানিয়েছেন, সকালে স্কুলে এসে তিনি তার রুম খোলা অবস্থায় দেখতে পান। বিষয়টি গ্রুপ ডি কর্মীকে জিজ্ঞাসা করলে সেও তখন স্কুলে আসেনি বলে জানান। সন্দেহ হওয়ায় তিনি পুলিশে খবর দেন।
স্কুলের কোষাধ্যক্ষ শুভাশিষ গোস্বামী জানিয়েছেন, সরস্বতী পূজার জন্য গচ্ছিত ৮৪ হাজার টাকা, ভোকেশনাল ফর্ম বিক্রি থেকে পাওয়া টাকা এবং স্কুলের পরিকাঠামো উন্নয়নের জন্য রাখা বাকি টাকাগুলি চুরি হয়েছে। টিআইসির রুমে থাকা ৬টি আলমারির তালা ভেঙে ভিতরে তছনছ করা হয়।
চন্দ্রকোনা থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে। এ ঘটনায় স্কুল কর্তৃপক্ষ থেকে শুরু করে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুত পুলিশ চুরি হওয়া টাকার কিনারা করুক, এই দাবি জানিয়েছে সকলে।