সংবাদদাতা, কলকাতা: অখিলভারত হিন্দুমহাসভার রাজ্য সভাপতি তথা যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর উদ্যোগে ব্রিটিশ ইনস্টিটিউটের ( The British Institutes ) মত খ্যাতনামা প্রতিষ্ঠানে ফ্রী অ্যাডমিশনের সুযোগ করে দেওয়ার মত এক অভিনব উদ্যোগ নেওয়া হলো । চন্দ্রচূড় বাবুর ব্রিটিশ ইনস্টিটিউট বারাসাত ব্রাঞ্চ এবং ব্রিটিশ ইনস্টিটিউট দক্ষিণ কলকাতা কুদঘাট ব্রাঞ্চে ভোটারদের এবং ভোটারদের পরিবারের যে কোনো সদস্যদের এই অভিনব সুযোগ দেওয়া হচ্ছে জুন মাসের শেষ দিন পর্যন্ত । শুধু তাই নয় ভারত সরকার স্বীকৃত ওয়েব জার্নালিস্ট এসোসিয়েশ অব ইন্ডিয়ার ( W.J.A.I. বা Web Journalist Association Of India ) পক্ষ থেকেও রাজ্য সভাপতি চন্দ্রচূড় গোস্বামী ওয়েব জার্নালিজম কোর্সে ফ্রী অ্যাডমিশনের সুযোগ করে দিলেন । অফলাইন ও অনলাইন উভয় পদ্ধতিতেই ক্লাস নেওয়া হচ্ছে । কোর্স শেষে সকলকে ওয়েব জার্নালিজমের আইডেন্টিটি কার্ড ও সার্টিফিকেট দেওয়া হবে । এটা ভোটারদের আকৃষ্ট করার প্রয়াস কিনা এই বিষয়ে প্রশ্ন করা হলে চন্দ্রচূড় বাবুর স্পষ্ট বক্তব্য বিষয় যখন সকলের জন্য শিক্ষার অধিকারের, তখন জাতি, ধর্ম, বর্ণ, রাজনৈতিক মতপার্থক্য ইত্যাদি কখনো অন্তরায় হওয়া উচিৎ নয় । আট থেকে আশি পর্যন্ত সকল শিক্ষার্থীদেরই এখানে স্বাগত । এখানে কাউকেই প্রশ্ন করা হয়না তারা কোন রাজনৈতিক দলকে সমর্থন করেন । তাই সব ক্ষেত্রে রাজনীতি আনা উচিৎ নয় । তিনি আরো উল্লেখ করেন বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি গুলোতে চন্দ্রচূড় বাবুর প্রতিষ্ঠানগুলির অভিজ্ঞ খ্যাতনামা শিক্ষক শিক্ষিকারা সম্পূর্ন বিনামূল্যে স্পোকেন ইংলিশ, সফ্ট স্কিল এবং ওয়েব জার্নালিজমের ডেমনস্ট্রেশন ক্লাস করাচ্ছেন । অন্যান্য বড় বড় রাজনৈতিক দল আর ব্যক্তিত্বরা যখন শুধু গালভরা প্রতিশ্রুতি দেন তখন আমরা আমাদের সামর্থ অনুযায়ী মানুষকে The British Institutes এবং W.J.A.I. এর মত প্রোথিতযশা প্রতিষ্ঠানে ফ্রীতে অ্যাডমিশন এবং সম্পূর্ণ বিনামূল্যে ডেমনস্ট্রেশন ক্লাসের ব্যবস্থা করে দিয়ে জনসেবা মূলক কাজ করছি । জুন মাসের শেষ দিন পর্যন্ত কেন এই বিরল অফার প্রশ্ন করা হলে চন্দ্রচূড় বাবুর সহাস্য উক্তি নববর্ষ বা শারদীয়া দুর্গোৎসবে যদি মানুষকে একাধিক অফারের সুবিধা দেওয়া হয় তাহলে ভোট তো গণতন্ত্র রক্ষার সব চেয়ে বড় উৎসব, তাতে সাধারণ মানুষদের যদি একটু বাড়তি সুযোগ সুবিধা দিয়ে উপকার করা হয় তাহলে তাতে মন্দ কি ? জীবনে সব কিছুকে বাণিজ্যিক মানদণ্ডে ওজন করার প্রয়োজন নেই ।