সঙ্কেত ডেস্ক: শুক্রবার বোলপুরের বিধায়ক তথা রাজ্যের ক্ষুদ্র এবং কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে দিনভর তল্লাশি চালায় ইডি।প্রায় ১৪ ঘণ্টা ধরে ইডি তদন্তকারীরা সেখানে তল্লাশি চালান। সেই তল্লাশি চলাকালীনই নাকি মন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ নগদ অর্থ। সেই টারা উ উদ্ধার করে বাজেয়াপ্ত করেছে ইডি। এর পাশাপাশি মন্ত্রীর মোবাইল ফোনটিও বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা।
ইডি সূত্রের দাবি, তল্লাশি অভিযানে মন্ত্রীর বাড়ি থেকে নগদ প্রায় ৪১ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। মন্ত্রী এব্যাপারে কোনও সদুত্তর না দেওয়ায় ওই বিপুল পরিমাণ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। তাঁর মোবাইল ফোনটিও বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা। কেন এত বিপুল টাকা বাড়িতে রেখেছিলেন মন্ত্রী, তা খতিয়ে দেখা হচ্ছে। যদিও এবিষয়ে মন্ত্রী কোনও প্রতিক্রিয়া দিতে রাজি হননি। তবে তাঁর দাবি, তদন্তে তিনি সবরকম সহযোগিতা করেছেন।এছাড়াও ইডি জানিয়েছে, চন্দ্রনাথের বাড়ি থেকে বেশি কিছু নথিও উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল পৌনে ন’টা নাগাদ ইডির আধিকারিকেরা চন্দ্রনাথের বোলপুরের বাড়িতে ঢোকেন।
ম্যারাথন তল্লাশি অভিযান এবং জেরা সেরে গোয়েন্দারা রাত সাড়ে ১০টা নাগাদ সেখান থেকে বেরিয়ে যান। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার কুন্তল ঘোষের সূত্রেই মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নাম উঠে এসেছে। তদন্তকারীরা জানতে পেরেছেন, মন্ত্রী কুন্তল ঘোষের এজেন্ট হিসাবে কাজ করতেন। বিভিন্ন জায়গা থেকে চাকরিপ্রার্থীদের নাম কুন্তলের কাছে পাঠানো হত।তবে সেই চাকরিপ্রার্থীদের নাম পাঠানোর ক্ষেত্রে কোনও আর্থিক লেনদেনের বিষয় ছিল কিনা, সেই বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। কেবল টাকা নয়, মন্ত্রীর বাড়ি থেকে তল্লাশি প্রাথমিক নিয়োগ সংক্রান্ত একাধিক নথিও উদ্ধার করেছেন তদন্তকারীরা। সূত্রের খবর, চন্দ্রনাথ সিংহকে দ্রুত তলব করতে পারে ইডি।