নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: চলন্ত স্কুল গাড়িতে লাগলো আগুন! কোনক্রমে প্রাণে বাঁচলো স্কুলের খুদে পড়ুয়ারা।
চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার জেলার দাসপুর এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দাসপুর এলাকার একটি বেসরকারি স্কুলের ছাত্র-ছাত্রীরা স্কুল ছুটি হয়ে যাওয়ার পরে , নিত্য দিনের মতই স্কুল গাড়ি করে বাড়ি ফিরছিল। স্কুল গাড়িটি যখন দাসপুরের ঝুমঝুমি এলাকায় রাস্তার উপর দিয়ে ছাত্রছাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার রওনা দিচ্ছিল,সেই গাড়িটিতে আচমকাই আগুন লেগে যায়। এরপরেই চালক বুঝতে পারে অতি সন্তর্পনে গাড়িটি থামিয়ে ছাত্র-ছাত্রীদের গাড়ি থেকে দ্রুত বের করে আনে। এরপর চোখের পলকেই দাউ দাউ করে জ্বলতে থাকে স্কুল গাড়িটি।
মুহূর্তেই এলকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।তবে চালক ও স্থানীয়দের তৎপরতায় ছাত্র-ছাত্রীদের বাড়ি নিরাপদে পৌঁছে দেওয়া হয়।এদিকে আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কি ভাবে আগুন লাগলো পুরো বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
সামান্য ভুল হলেই যে কি অঘটন ঘটে যেতে পারতো তার ভেবেই শিউরে উটছেন ছাত্রছাত্রীদের পরিবার।তবে পুলিশ প্রশাসন ও স্থানীয়রা চালকের তৎপরতাকে ধন্যবাদ জানিয়েছেন।