নিজস্ব প্রতিনিধিঃ চাকরি দেওয়ার নাম করে আর্থিক প্রতারনার অভিযোগে গ্রেফতার দুই তৃনমূল নেতা নেত্রী ।ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলায়।
স্থানীয় সূত্রে জানাগেছে গত বছর সরকারি হাসপাতালে ও আইসিডিএস চাকরি করে দেবার নাম করে স্থানীয়দের কাছ থেকে টাকা নেয় পুরুলিয়া শহরের বাসিন্দা বর্ণালি দত্ত ও জয়পুর থানা এলাকার বাসিন্দা বিকাশ মুখার্জি। এটা দুজনেই এলাকায় তৃনমূল নেতা নেত্রী হিসেবে পরিচিত । যা দেখে সাধারণ মানুষ বিশ্বাস করে এদের টাকা দিলেও কাজের কাজ কিছু হয়নি বলেই অভিযোগ। আর টাকা দিয়ে প্রতারিত হয়ে শেষ মেষ জয়পুর থানার শিশির রায় নামক এক ব্যক্তি পুরুলিয়া সদর থানায় এই দুজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন । অভিযোগের ভিত্তিতে পুরুলিয়া সদর থানার পুলিশ বর্ণালী দত্ত ও বিকাশ ব্যানার্জী কে গ্রেফতার করে মঙ্গলবার।
প্রতারিতদের অভিযোগ ২০২৩ সালে পুরুলিয়া শহরের বাসিন্দা বর্ণালি দত্ত ও জয়পুর থানা এলাকার বাসিন্দা বিকাশ মুখার্জি হাসপাতালে ও আই সি ডি এস সেন্টারে চাকরি দেওয়ার নাম করে বেশ কয়েক জনের কাছে টাকা নেয়। সেই সময় বর্ণালী দত্ত তৃণমুল কংগ্রেসের ভালো পদে ছিলেন। তৃণমুল কংগ্রেসর জয়পুর ব্লকে ভালো পদে রয়েছেন বিকাশ ব্যানার্জীর স্ত্রীও, যা দেখে মানুষ তাদের প্রতারনার ফাঁদে পা দেয়। মঙ্গলবার ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক ধৃত দুজনকেই ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।