সঙ্কেত ডেস্ক: মাথার উপরে গঙ্গা । নীচ দিয়ে চলছে মেট্রো । আর এই অনুভূতির সাক্ষ্মী হতে দীর্ঘদিন ধরে অপেক্ষায় কলকাতাবাসী । অবশেষে সেই অপেক্ষা ফুরলো ।গঙ্গার নীচ দিয়ে শুরু মেট্রো পরিষেবা। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড, শুরু মেট্রো পরিষেবা। ৪.৮ কিমি রুটের মধ্যে গঙ্গার নীচ দিয়ে গিয়েছে ৫২০ মিটার পথ। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ৪টি স্টেশন। একইসঙ্গে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত চালু মেট্রো পরিষেবা। আপাতত পরীক্ষামূলকভাবে শুরু যাত্রী পরিষেবা। পরে যাত্রী সংখ্যা দেখে মেট্রোর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত। সকাল ৯টায় প্রথম মেট্রো, শেষ মেট্রো ছাড়বে বিকেল ৪.৪০-এ। নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত ২০ মিনিট অন্তর চলবে মেট্রো। ন্যূনতম ভাড়া ৫ টাকা এবং সর্বোচ্চ ভাড়া ২০ টাকা।মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, গঙ্গার নীচে ৫২০ মিটার মেট্রোপথ যেতে সময় লাগবে ৪৫ সেকেন্ড। গঙ্গার নীচ সুড়ঙ্গে জ্বলবে নীল আলো। ওই আলোই বুঝিয়ে দেবে ট্রেন এখন গঙ্গার নীচে রয়েছে ।

জানা গিয়েছে, ঐতিহাসিক সফরের সাক্ষ্মী থাকতে বৃহস্পতিবার রাত দু’টো থেকে টিকিটের লাইন পড়ে গিয়েছিল হাওড়া ময়দান মেট্রো স্টেশনে । শুধু কলকাতাবাসী বা হাওড়ার বাসিন্দারা নয়, প্রথম দিন গঙ্গার নীচের মেট্রোতে সফর করলেন পড়শি রাজ্যের মানুষরাও । হাওড়া-ময়দান মেট্রো স্টেশনে যাত্রীদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো । এদিন, গোলাপ ফুল দিয়ে যাত্রীদের স্বাগত জানায় মেট্রো রেল কর্তৃপক্ষ । যাত্রীদের মধ্যে কেউ অফিস যাত্রী, আবার অনেকেই আছেন যাঁরা এসেছেন শুধুমাত্র গঙ্গার নীচে দিয়ে চলা প্রথম মেট্রোর যাত্রী হতে ।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *