চালে পোকা! রামজীবনপুরে মিড ডে মিল বিতর্কে তুঙ্গে রাজনৈতিক তরজা

তারক হরি, পশ্চিম মেদিনীপুর
পশ্চিম মেদিনীপুর জেলার রামজীবনপুর পৌরসভার রামজীবনপুর বালিকা বিদ্যালয়ে মিড ডে মিলের চালে পোকা পাওয়ার ঘটনায় শোরগোল। এ নিয়ে স্কুলে বিক্ষোভের পাশাপাশি শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
অভিভাবকদের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই তারা ছাত্রীদের কাছ থেকে জানতে পারছিলেন যে স্কুলের মিড ডে মিলের খাবার নিম্নমানের। আজ খবর পেয়ে তারা দেখতে পান স্কুলে রাখা মিড ডে মিলের বেশ কয়েকটি চালের বস্তায় পোকা রয়েছে। এই ঘটনায় অভিভাবক ও স্থানীয় বিজেপি কর্মীরা বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হলে স্কুলে উপস্থিত হন স্কুল পরিদর্শক সুমিতা রানা।
স্কুল পরিচালনা কমিটি স্বীকার করেছে যে মিড ডে মিলের চালে পোকা ছিল। তবে স্কুল পরিদর্শক জানিয়েছেন, এই চাল ছাত্রছাত্রীদের খাওয়ানো হয়নি। পৌরসভাকে দ্রুত এই চালগুলি পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে।
এ ঘটনা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিজেপি নেতারা মিড ডে মিলের নিম্নমানের চালের জন্য স্কুল কর্তৃপক্ষকে দায়ী করেছেন। অন্যদিকে, স্থানীয় তৃণমূল নেতৃত্ব বিজেপিকে বিষয়টি নিয়ে অযথা রাজনৈতিক উদ্দেশ্যে কাদা ছোড়াছুড়ির অভিযোগ তুলেছে।
এ ঘটনায় অভিভাবকদের মধ্যে ক্ষোভ চরমে। তারা দাবি করেছেন, মিড ডে মিলের খাবারের মান নিয়ে নিয়মিত নজরদারি চালাতে হবে।