নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম:চা চক্রের মধ্য দিয়ে শহরে নির্বাচনী প্রচার শুরু করলেন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রণত টুডু।প্রতিদিন ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে চা চক্র চালাচ্ছেন প্রার্থী।জনসংযোগ বাড়াচ্ছেন ঝাড়গ্রাম শহরের কর্মীদের সাথে সাথে এলাকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে।এদিন ঝাড়গ্রাম শহরের চার নম্বর ওয়ার্ড জামদা এলাকায় দলীয় প্রচারের সাথে সাথে চা চক্র কর্মসূচি পালন করেন।দিনভর ঠাসা কর্মসূচির মধ্যেও চা চক্রে যথেষ্টই জোর দিচ্ছেন বিজেপি প্রার্থী।এর পরেই ঝাড়গ্রাম গ্রামিনের চুবকাতে প্রার্থী ভোট প্রচারে গেলে সেখানে সিপিআইএম ছেড়ে বিজেপিতে যোগ দিল ২০ টি পরিবার।লোকসভা ভোটের প্রচারে যেখানে তৃনমুল কংগ্রেস প্রার্থী প্রচারের ময়দানে অনেক এগিয়ে সে যায়গায় বিরোধী দল বিজেপী ভোটের আগে সংগঠন গুছিয়ে ছিল তাতে লোকসভায় ভোটের আগে অনেক এগিয়ে ছিলো বিজেপী। সে যায়গায় বিজেপি প্রার্থী ঘোষনার পরে বিজেপি অন্দরে মতো বিভেদ শুরু হয়। তারি প্রভাব পড়ে ভোট প্রচারের ময়দানে আর সেই জায়গা ঠিক করতে জেলা বিজেপির পক্ষে প্রার্থীকে সঙ্গে নিয়ে ভোট প্রচারে জোর দেওয়া হয় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে। মঙ্গল বার ঝাড়গ্রাম ব্লকের চুবকা অঞ্চলের চিথলবনি বুথে ঘোড়াজাগীর এলাকায় সিপিএম এর বিক্ষুব্ধ কর্মী দের ২০ টি পরিবারকে বিজেপি যোগদান করায় ।তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন ঝাড়গ্রাম জেলা বিজেপি সভাপতি তুফান মাহাত ও ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রণত টুডু। এ বিসয়ে CPIM কর্মীকে বলেন আগে আমরা যে পাটি করতাম সেখান থেকে কিছু না পাওয়ার জন্যে বিজেপিতে যোগদান। যত লোকসভা ভোট এগিয়ে আসছে প্রচারে ঝড় তুলে জায়গা ছাড়তে চাইছে না বিজেপি।।অপরদিকে সিপিআই এর তরফ থেকে জানানো হয়েছে চুবকা অঞ্চলে যে সমস্ত মানুষ বিজেপি তে যোগ দিয়েছেন তারা কেউ সিপিআই কর্মী নয়, মানুষএর কাছে মিথ্যা প্রচার করে এলাকা দখল করতে চাইছে বিজেপি।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *