নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর:
আবারও চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর ঘটনা, অভিযোগের তীর মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে!
ঘটনার পরেই তরফে হাসপাতাল কে কাঠগড়ায় তুলে গাফিলতির অভিযোগ তুলেছেন রোগীর আত্মীয় পরিজনেরা।
পরিবার সূত্রে জানা যায়,গত বুধবার মাঝ রাতে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরের ইন্দা এলাকার বাসিন্দা সেখ রমজান নামে পঞ্চাশোর্ধ ব্যাক্তিকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ ওই ব্যাক্তি মারা যান। এ ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েন মৃত ব্যক্তির পরিবার-পরিজনেরা।তাদের দাবি, ভর্তির পর থেকেই বারংবার রোগীর শ্বাসকষ্ট সহ অসুস্থতাজনিত সমস্যা নিয়ে কর্মরত চিকিৎসক এবং নার্সদের জানানো হলেও তাঁরা কোনও রূপ ভ্রক্ষেপ করেন নি। বারংবার ঐ ব্যক্তির স্ত্রী, পুত্র ও অন্যান্য পরিজনেরা কাকুতি মিনতি করলেও সময়মতো রোগীকে অক্সিজেন না দিয়ে তাকে কয়েক ঘণ্টা ফেলে রাখা হয়। এর ফলেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন মৃতের পরিজন।
ঘটনার পরেই মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল আধিকারিককে একটি লিখিত অভিযোগ করে মৃত রোগীর পরিজন।
এদিকে অভিযোগ পাওয়ার পরেই বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন হাসপাতাল সুপার জয়ন্ত রাউৎ।