নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর:
চিকিৎসা করাতে এসে হাতুড়ে ডাক্তারের লালসার শিকার এক তরুণী। পরে জানাজানি হতেই অভিযুক্তের নামে লিখিত অভিযোগ দায়ের হয়। এরপরেই পুলিশ গ্রেফতার করে অভিযুক্তকে।
চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা এলাকায়।
জানা গিয়েছে,কয়েকদিন আগে ডেবরার বেলাড় গ্রামে এক হাতুড়ে চিকিৎসক মন্টু রাউত এর কাছে শারীরিক কিছু সমস্যা নিয়ে চিকিৎসার জন্য এসছিলেন ওই তরুণী।এরপর তাকে নানান ওষুধ দেওয়ার পর ,কেউ না থাকার সুবাদে চেম্বারের ভেতর নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ।
এরপর ওই তরুণী বাড়ি ফিরে সমস্ত ঘটনার কথা পরিবারকে জানালে, পরিবারের সদস্যরা ডেবরা থানায় অভিযুক্ত চিকিৎসকের নামে লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ পাওয়ার পরেই পুলিশ তদন্তে নেমে বুধবার রাতে অভিযুক্ত হাতুড়ে চিকিৎসককে গ্রেফতার করে। পাশাপশি পুলিশি জেরায় অভিযুক্ত গোটা ঘটনার কথা স্বীকার করেছে বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর,অভিযুক্তের নামে পাকসো আইনে মামলা রুজু করা হয়েছে, বৃহস্পতিবার ধৃতকে মেদিনীপুর জেলা আদালতে পেশ করা হবে।