নিজস্ব প্রতিনিধিঃ অবৈধ নির্মাণের উপর বুলডোজার চালালো রেল প্রশাসন। আজ ১৮ ই ডিসেম্বর রেল প্রশাসনের পক্ষ থেকে সকাল ১১ টা নাগাদ অবৈধ নির্মাণ ভাঙ্গার এক অভিযান চালানো হয়। যেখানে মোট ৫৭ টি অবৈধ নির্মাণ ভাঙার উদ্যোগ নেওয়া হয়। এই উচ্ছেদ কার্যে বাধা দেওয়ার কারণে চিত্তরঞ্জনের খুবই পরিচিত মুখ দেব ঘুষকে আরপিএফ চ্যাংদোলা করে ভ্যানে তোলেন।রেল প্রশাসনের পক্ষ থেকে প্রায় কুড়ি দিন আগে একটি নোটিশ জারি করা হয়েছিল। যে সমস্ত অবৈধ নির্মাণ রয়েছে সেগুলি অবিলম্বে সরিয়ে নেয়ার জন্য। কিন্তু রেল প্রশাসনের এই নোটিশকে কেউ গুরুত্ব দেয়নি তাই আজ রেল প্রশাসনের পক্ষ থেকে বুলডোজার চালিয়ে অবৈধ নির্মাণগুলোকে ভেঙে ফেলা হলো। এই উচ্ছেদ কাজটি আজ ফতেপুরের ৫৬ ও ৫৭ নম্বর রাস্তার পাশে দীর্ঘদিন ধরে থাকা ঘর ভাঙতে শুরু করেছে রেল প্রশাসন কিন্তু উচ্ছেদে বাধা দিতে এগিয়ে আসে সেখানকার আবাসিকরা এবং তাদের হাতে ছিল তৃণমূল কংগ্রেসের পতাকা। কিন্তু রেল প্রশাসন সেইসবের কোন কিছুই তোয়াক্কা না করে বিশাল আর পি এফ বাহিনী নামিয়ে এই উচ্ছেদ কার্য চালায়। তারপরে দেবু ঘোষকে আটক করে আর পি এফ। রেল প্রশাসন সূত্রে জানা গিয়েছে এই অবৈধ নির্ভর গুলিতে বিভিন্ন বাজারের সবজি বিক্রেতা ফুচকাওয়ালা ও বাড়িতে পরিচালিতার কাজ করা লোকজন থাকতেন। এই বিষয়ে চিত্তরঞ্জন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস ব্যানার্জি বলেন এই বিষয়ে আমাদের বিধায়ক বিধান উপাধ্যায় চিত্তরঞ্জন রেলের জেনারেল ম্যানেজারের সঙ্গে মিটিং করেছিলেন বলেছিলেন যাতে এই ভাঙ্গা কাজ যাতে না হয়। কিন্তু রেল প্রশাসন কোনো রকম তোয়াক্কাই করলেন না বিধায়কের কথা। তাপস বাবু যায় জানান সাময়িকভাবে ঠাঁই দেওয়ার জন্য হিন্দুস্তান কেবলসের পড়ে থাকা স্কুল ঘর গুলি ব্যবহার করার উদ্যোগ নিয়েছেন তারা। অন্যদিকে রেল প্রশাসনের পক্ষ থেকে জানানো হচ্ছে যে এই নির্মাণ গুলির জন্য চিত্তরঞ্জনের অনেক রকম দুষ্কৃতির কার্যকলাপ বেড়েই চলেছিল। নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন রেল প্রশাসন এবং জানিয়ে দেন চিত্তরঞ্জন এর অবৈধভাবে থাকতে পারবেন না কেউ।কারণ এই সংরক্ষিত এলাকার মধ্যে অবৈধ নির্মাণ করা যাবে না।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *