সঙ্কেত ডেস্ক:সুপ্রিম কোর্টে বিরাট ধাক্কা রাজ্যের। ছাত্রনেতা সায়ন লাহিড়ীকে জামিনে মুক্তি দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় রাজ্য। কিন্তু সায়ন লাহিড়ীকে নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল রাখল সুপ্রিম কোর্ট। আরজি কর কাণ্ডে সুবিচারের দাবিতে গত ২৭ অগাস্ট তরুণী চিকিৎসকের নৃশংস খুনের ঘটনার বিচারের দাবিতে নবান্ন অভিযানের ডাক দিয়েছিল ‘পশ্চিমবঙ্গ ছাত্রসমাজ’ নামে তথাকথিত অরাজনৈতিক সংগঠন।এই নবান্ন অভিযানের আহ্বায়ক ছিল সায়ন লাহিড়ী।

আরজি কর কাণ্ডের প্রতিবাদে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযানকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছিল শহর কলকাতা ও হাওড়ার বিভিন্ন অংশ। সেই অভিযানকে কেন্দ্র করে চলা সংঘর্ষ-ভাংচুর-অগ্নিসংযোগের ঘটনায় ছাত্র সমাজের আহ্বায়ক সায়ন লাহিড়ীকে পুলিশ গ্রেফতার করেছিল। পরবর্তী সময়ে কলকাতা হাইকোর্ট জামিন দেয় সায়নকে। বিচারপতি অমৃতা সিনহা সায়নের গ্রেফতারিতে কলকাতা পুলিশের ভূমিকারও কড়া সমালোচনা করেন। সায়নের বিরুদ্ধে একাধিক ধারায় সেই সময় মামলা রুজু করেছিল পুলিশ।সেখানে জেল হেফাজতে রাখা হয়েছিল তাঁকে। গ্রেপ্তারির বিরোধিতায় সায়ন শুক্রবার হাইকোর্টের দ্বারস্থ হলে বিচারপতি অমৃতা সিনহা তাঁকে জেলমুক্তির নির্দেশ দেন। উচ্চ আদালত থেকে স্পষ্ট জানানো হয় সায়ন লাহিড়ী এমন কোনও প্রভাবশালী নন, তাঁকে মুক্তি দিতে হবে। শনিবার সেই নির্দেশ অনুযায়ী সায়ন মুক্তি পেয়েছে।

এর পর সায়ন লাহিড়ীর জামিনের বিরোধিতা করে এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। সোমবার শীর্ষ আদালতে সেই মামলার শুনানি ছিল। সুপ্রিম কোর্ট রাজ্যের আবেদনে কানই পাতলা না। বরং সায়ন লাহিড়ীর জামিন হওয়াই উচিত বলে জানিয়ে দিলেন সর্বোচ্চ আদালতের বিচারপতি। কলকাতা হাইকোর্টের নির্দেশ উল্লেখ করে সুপ্রিম কোর্টের বিচারপতি পাদরিওয়ালা বলেন, “ওই ছাত্রনেতার জামিন মঞ্জুর হওয়াই উচিত। এই বিষয়টি নিয়ে কোনও সন্দেহ নেই। ”

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *