সংবাদদাতা,শিলিগুড়ি:-

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের গবেষিকা বিভাগের ছাত্রী ববিতা দত্তের মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্ত সিদ্ধার্থ শংকর লাহাকে গ্রেফতার করলো মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ।বুধবার দুপুরে অসমের গোয়ালপাড়া জেলার বাগুয়ান থেকে ধৃতকে গ্রেফতার করা হয়।ধৃতকে বৃহস্পতিবার শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।উল্লেখ,গত ১৬ই মে মাটিগাড়া সংলগ্ন শিবমন্দির এলাকার একটি ভাড়া বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় ববিতা দত্তের মৃতদেহ।তার এই আত্মহত্যায় সরাসরি নাম জড়ায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিদ্ধার্থ শংকর লাহার।পুলিশ সূত্রে জানা গেছে,গবেষণা বিভাগের প্রধান হওয়ার সুবাদে ভালো নাম্বার পাইয়ে দেওয়ার অজুহাতে মৃত ববিতা দত্তের সাথে একাধিকবার বলপূর্বক শারীরিক অত্যাচার চালায় ওই অধ্যাপক।ববিতার মৃত্যুর পর ঘর থেকে একটি ডাইরি পাওয়া যায়।গবেষক ছাত্রী ববিতা দত্তের সঙ্গে এই ঘটনার পর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আইনব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করে বিরোধীরা।অভিযুক্তর শাস্তির দাবিতে একাধিক আন্দোলন গড়ে তোলা হয় বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকে।পাশাপাশি মৃত ববিতা দত্তের পরিবারের তরফে অধ্যাপক সিদ্ধার্থ শংকর লাহার বিরুদ্ধে মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ করা হয়।পরবর্তীতে লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে পুলিশ জানতে পারে অভিযুক্ত অসমের গোয়ালপাড়া জেলার বাগুয়ান এলাকায় তার এক বন্ধুর বাড়িতে আত্মগোপন করে রয়েছে।এরপরই মাটিগাড়া থানার পুলিশ ও অসমের বাগুয়ান পুলিশের সহযোগিতায় ঘটনার ১৩ দিন পরে ধৃতকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।বৃহস্পতিবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করে তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ডের আবেদন জানাই পুলিশ।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *