নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর:হাতি দেখতে জঙ্গলে গিয়ে, হাতির পালের মুখে পড়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার ধামকুড়িয়া জঙ্গলে। হাতির হামলায় গুরুতর জখম হওয়া ব্যাক্তির নাম প্রদীপ ঘোষ, বয়স আনুমানিক ৫০।তার বাড়ি চন্দ্রকোনার ধামকুড়িয়া এলাকায়।
বনদপ্তরের তরফে আগে ভাগেই জানানো হয়েছিল ধামকুড়িয়া জঙ্গলে ২৩-২৪ টি হাতির দল রবিবার ভোরে ধামকুড়িয়া জঙ্গলে প্রবেশ করেছে, সেই সাথে এলাকাবাসীকে সতর্ক করা হয়।এরপর সোমবার সন্ধ্যায় জঙ্গলে হাতি দাপিয়ে বেড়ায়,সেই সময় ওই ব্যক্তি সহ কয়েকজন ধামকুড়িয়া জঙ্গলে হাতি দেখতে যান,এবং তিনি গভীর জঙ্গলে ঢুকে পড়ে।আর আর সেসময় হাতির পালের মুখে পড়ে যায় ওই ব্যক্তি,তার সাথে থাকা বাকিরা পালিয়ে গেলেও,তিনি হাতির পালের মুখে পড়ে যান।ঘটনাস্থলে গুরুতর জখম অবস্থায় পড়ে থাকে ওই ব্যক্তি,খবর পেয়ে তড়িঘড়ি চন্দ্রকোনা রেঞ্জের রেঞ্জার তমাল মুখ্যার্জি সহ অন্যান্য বনআধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান,এবংঘটনাস্থলে যায় চন্দ্রকোনা থানার পুলিশও। গুরুতর জখম ব্যাক্তিকে উদ্ধার করে প্রথমে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। শারিকির অবস্থার অবনতির কারণে রাতেই তড়িঘড়ি তাকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
ঘটনায় বন দফতরের আধিকারিক জানিয়েছেন, এলাকাবাসীদের হাতির রুট জানিয়ে আগাম সতর্কতা করা স্বত্বেও কিছু মানুষ অসাবধানতাবশত হাতির আক্রমণে শিকার হচ্ছেন। এলাকাবাসীদের আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *