সঙ্কেত ডেস্ক: জম্মু-কাশ্মীর ও হরিয়ানায় বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। শুক্রবার মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানান, জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভোট হবে তিন দফায়। হরিয়ানায় এক দফায়। জম্মু ও কাশ্মীরে ১৮ সেপ্টেম্বর, ২৫ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর ভোটগ্রহণ হবে। হরিয়ানায় শুধু ১ অক্টোবর। দু’টি বিধানসভা ভোটেরই একসঙ্গে গণনা হবে ৪ অক্টোবর।

মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ২৭ অগস্ট। ৩০ অগস্ট মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ। হরিয়ানার ৯০টি আসনে বিধানসভা নির্বাচন হবে। যার মধ্যে ৭৩টি সাধারণ এবং ১৭টি তফসিলি জাতি সংরক্ষিত। অন্যদিকে, কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীরেও ৯০টি আসনে ভোট হতে চলেছে। যার মধ্যে ৭৩টি সাধারণ এবং ১৬টি সংরক্ষিত।

প্রসঙ্গত, ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার ও জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর এই প্রথম উপত্যকায় বিধানসভা নির্বাচন হতে চলেছে। ২০১৪ সালের পরে আবার জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভোট হতে চলেছে। এর মধ্যে অবশ্য পূর্ণ রাজ্য থেকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছে জম্মু ও কাশ্মীর। ২০১৪ সালের নভেম্বর-ডিসেম্বরে শেষ বার বিধানসভা ভোট হয়েছিল অবিভক্ত জম্মু ও কাশ্মীর রাজ্যে।

গত ১১ ডিসেম্বর সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ কেন্দ্র এবং কমিশনকে নির্দেশ দিয়েছিল, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভোট করাতে হবে। মনে করা হচ্ছিল শুক্রবার একসঙ্গে কাশ্মীর, হরিয়ানা, ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রের ভোট ঘোষণা করবে কমিশন। তবে কাশ্মীর এবং হরিয়ানা ছাড়া বাকি ২ রাজ্যের নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা করা হয়নি।
মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন, ‘লোকসভা নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে, যা সারা বিশ্বে আলোচিত হয়েছে। লোকসভা ভোটে অনেক রেকর্ড তৈরি হয়েছে। তবে এবার বিধানসভা ভোটের পালা।’ রাজীব কুমার বলেন, ‘লোকসভা নির্বাচনে কাশ্মীর উপত্যকার মানুষ দেখিয়ে দিয়েছেন যে তারা ছবিটা বদলাতে চান। তিনি নির্বাচনে অংশ নিতে চান।’

কমিশন জানায়, জম্মু ও কাশ্মীরে মোট ১১৮৩৮টি পোলিং স্টেশন থাকবে। বরাবরের মতো এবারও থাকবে পৃথক মহিলা ভোটকেন্দ্র। জম্মু ও কাশ্মীরে ৩৬০টি মডেল পোলিং স্টেশন তৈরি করা হবে এবং কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হবে। অন্যদিকে হরিয়ানার ৯০টি আসনেই নির্বাচন হবে।

মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন, “হরিয়ানায় মোট ৯০টি বিধানসভা কেন্দ্র রয়েছে, যার মধ্যে ৭৩টি সাধারণ, এসসি -১৭ এবং এসটি -০। হরিয়ানায় মোট ২.০১ কোটি ভোটার রয়েছেন, যার মধ্যে ১.০৬ কোটি পুরুষ, ০.৯৫ কোটি মহিলা, ৪.৫২ লক্ষ প্রথমবার ভোটার এবং ৪০.৯৫ লক্ষ তরুণ ভোটার। হরিয়ানার ভোটার তালিকা ২৭ আগস্টে প্রকাশিত হবে।”

যদিও মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা করল না কমিশন। জম্মু-কাশ্মীর এবং হরিয়ানার পাশাপাশি মহারাষ্ট্রে নির্বাচন হওয়ার সম্ভাবনা ছিল।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *