সঙ্কেত ডেস্ক: ‘ওয়ান নেশন ওয়ান ভোট’ অর্থাৎ ‘এক দেশ এক ভোট’ নিয়ে হাই মনিটরিং কমিটির বৈঠকে যোগ দিতে সোমবার দিল্লি যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু শেষ মুহূর্তে যাত্রা বাতিল করলেন মমতা। এদিন বিকেলে সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, ‘রাজ্য বাজেট আসন্ন। জরুরি পরিস্থিতি। তাই এখন দিল্লি যেতে পারছি না।’ মুখ্যমন্ত্রী এ-ও জানিয়েছেন, মঙ্গলবার ‘এক দেশ, এক ভোট’ সংক্রান্ত বৈঠকে তাঁর বদলে তৃণমূলের তরফে দুই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় থাকবেন।
এক দেশ এক ভোট সংক্রান্ত একটি কমিটি রয়েছে। সেই কমিটির মিটিংয়ে আমন্ত্রণ জানানো হয়েছিল বাংলার মুখ্যমন্ত্রীকে। এক দেশ এক ভোট এই ধারনার উপর কোন রাজ্যের কী মতামত সেটা জানার জন্য এই মিটিংয়ের ডাক দেওয়া হয়েছিল। সেখানে মমতা বন্দ্যোপাধ্য়ায় যাবেন বলে কথা হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে তিনি সফর বাতিল করেন। এদিন সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী বলেন, হাইপাওয়ার কমিটির চেয়ারম্যান রামনাথ কোবিন্দকে তিনি গোটা বিষয়টি জানান। তাঁর অনুমতি নিয়েই এই সফর বাতিল করেছেন। মমতা বলেন, ‘ওয়ান নেশন ওয়ান ভোট হাই মনিটরিং কমিটির চেয়ারম্যান রামনাথ কোবিন্দের সঙ্গে কথা বলি। উনি বিষয়টি সানন্দে গ্রহণ করেছেন।” মুখ্যমন্ত্রী আরও জানান, তিনি যেহেতু যেতে পারছেন না, তাই রামনাথ কোবিন্দকে জানিয়েছেন, তাঁর দলের দুই নেতা-সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় এই বৈঠকে যোগ দেবেন। বর্তমানে কেন্দ্রের বঞ্চনা সহ একাধিক ইস্যুতে কেন্দ্রকে বিঁধেছেন মুখ্যমন্ত্রী। সেই পরিস্থিতিতে বেশ গুরুত্বপূর্ণ ছিল এই দিল্লি সফর। কিন্তু বাজেটের কারণে যাত্রা বাতিল করলেন তিনি।