March 22, 2025

সময় সঙ্কেত

প্রবাহমান সময়ের পূর্বাভাষ

জল্পনা নস্যাৎ,বাড়লো না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা

সঙ্কেত ডেস্ক: বাজেটে ৪ শতাংশ হারে সরকারি কর্মীদের ডিএ বাড়লেও বাড়ছে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। মহিলাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এই প্রকল্পের আওতায় সাধারণ বধূরা মাসে ১ হাজার ও তপশিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলারা মাসে ১২০০ টাকা করে পান। এবারে বাজাটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ফের বরাদ্দ বৃদ্ধির জল্পনা তৈরি হয়েছিল। তবে এবারের বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বাড়ানোর ঘোষণা হয়নি। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার পরিমাণ অপরিবর্তিত রয়ে গেল। অর্থাৎ গত বছর বাংলার মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে টাকা পেতেন, এবারও সেই একই পরিমাণ টাকায় পাবেন।
তবে নবান্ন সূত্রের দাবি, বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নতুন করে ভাতা বৃদ্ধির ঘোষণা করা হল না মানে এই নয় যে চলতি বছরে আর লক্ষ্মীর ভাণ্ডারের ঘোষণা হবে না। বরং ভোটের আগে ফের লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়তে পারে বলেও মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, ২০২১-এ তৃতীয়বার ক্ষমতায় আসে তৃণমূল সরকার। প্রতিশ্রুতি মতো বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী। এখন প্রায় ২ কোটিরও বেশি মহিলা এই প্রকল্পের সুবিধা পান। তফশিলি জাতি এবং উপজাতিভুক্ত মহিলারা পান মাসে ১২০০ টাকা এবং জেনারেল শ্রেণিভুক্ত মহিলারা পান ১০০০ টাকা করে।তৃণমূল কংগ্রেসের ভাল ফলাফলের পিছনে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যে অন্যতম কারণ, বিরোধীরা বারবার দাবি করে আসছেন। তৃণমূলের জেতার পিছনে মহিলা ভোট যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তা নিয়ে তাঁদের কোনও সন্দেহ নেই। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে ২০২৪-এ তৃণমূল সরকারের এটি ছিল শেষ বাজেট। ফলে, বাজেটের প্রতি মহিলাদের ছিল বিশেষ নজর। অনেকেই আশা করেছিলেন যে, সরকার তাদের আর্থিক সহায়তা বাড়াবে, বিশেষত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অধীনে প্রদত্ত টাকা বৃদ্ধি পাবে। তবে আজকের বাজেটে চাহিদা অনুযায়ী কোনও বাড়তি সুবিধা ঘোষণা করা হয়নি।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.