দীনেশ চন্দ্র কুইরী, বাঘমুন্ডিঃ- জাঁকিয়ে ঠান্ডা পড়েছে জেলা পুরুলিয়ায়। বুধবার জেলার তাপমাত্রার পারদ ৮.৪ ডিগ্রিতে নেমে এসেছে। যার ফলে সকালে ঘুম ভাঙছে অনেক দেরি করে। বেলা বাড়লেও সূর্যের তাপ গায়ে লাগছে না। কনকনে শীত ও কুয়াশার কারণে সর্দি, কাশি, জ্বরের প্রভাব বেড়েছে। বৃদ্ধ-বৃদ্ধাদের বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। বয়স্কদের ঠান্ডা না লাগানোর নিদান দিচ্ছেন চিকিৎসকরা। অন্যদিকে লক্ষ্য করা যাচ্ছে সকাল ও সন্ধ্যার দিকে আগুন পোহাতে ব্যাস্ত থাকা মানুষজনকে। জেলার পর্যটনকেন্দ্র গুলিতে আগত পর্যটকরা শীতের আমেজ ভালোই উপভোগ করছেন। কনকনে শীত পড়তেই খেজুর গুড়ের উৎপাদন যেমন বেশি হচ্ছে তেমন চাহিদাও বেড়েছে। চা এর দোকানগুলিতে ভিড় জমে উঠেছে। ফলে হাসি ফুটেছে চা বিক্রেতাদের। বাঘমুণ্ডি থানার সামনে চা বিক্রেতা শিবশঙ্কর মোদক জানান,”যতই শীতের পরিমান বাড়ছে ততই চা এর বিক্রি বাড়ছে। সবসময় চা প্রেমীরা দোকানে ভিড় জমাচ্ছেন। ফলে ব্যবসা ভালোই যাচ্ছে।”