নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর
লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে। প্রথম দফার ভোটও সম্পন্ন হয়েছে। বাকি ষষ্ঠ দফার লোকসভার ভোট আসনে নিজেদের অবস্থান ও শক্তি বৃদ্ধি করতে পিছপা হচ্ছে না শাসক বিরোধী যুযুধান দুই শিবিরই।
এবার লোকসভা নির্বাচনের পূর্বে শাসক তথা তৃণমূল দলের শক্তি খানিক বৃদ্ধি পেল।পুনরায় বহিষ্কৃত নেতৃত্ব ও কর্মীদের দলে ফেরালো তৃণমূল শিবির।
সোমবার পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কার্যালয়ে বেশ কিছু বহিষ্কৃত দলীয় নেতৃত্ব কর্মী সহ জয়ী নির্দল পঞ্চায়েত সদস্যকে দলে যোগদান করালো জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা।
প্রসঙ্গত,পঞ্চায়েত ভোটের সময় দলের সাথে দ্বন্দ্বের কারণে বেশ কয়েকজন নেতৃত্ব দল ছেড়েছিল। কেউ কেউ আবার নির্দলে দাঁড়িয়ে পঞ্চায়েতের নির্বাচনে লড়েছিলেন শাসক দলেরই বিরুদ্ধে। এবার সেই সব নেতা-নেত্রী সহ নির্দল পঞ্চায়েতদের সদস্যদের দলে ফেরালো তৃণমূল কংগ্রেস।
জেলা তৃণমূল সূত্রে খবর,গড়বেতা ২ নং ব্লকের শারবৎ ৮ নং অঞ্চলের সভাপতি, মাইনরিটি সেলের ব্লক সভাপতি মনিরুল খান, এসটি সেলের সভাপতি কিষান হেমব্রম, ব্লক যুব সহ সভাপতি চিন্ময় মাহাত এবং গড়বেতা ২ নং ব্লকের দুজন নির্দল পঞ্চায়েত সদস্য সহ বেশ কয়েকজন বহিষ্কৃতদের পুণরায় জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরার হাত ধরে ঘাসফুলে ফিরলেন।