সুনন্দা বিশ্বাস :-
ফের হাতির হানায় মৃত্যু ঝাড়গ্রামের ঢেঁকিপুড়া গ্রামের ৭০ বছরের বৃদ্ধা কোকিলা মাহাতর। শুক্রবার ভোর রাতে এক বৃদ্ধাকে বাড়ি থেকে টেনে বার করে পায়ের তলায় পৃষ্ঠ করে মারে এক হাতি। সকাল হোতে না হোতেই বন দপ্তরের আধিকারিকরা পুলিশ নিয়ে উপস্তিত হয়েছিলেন মৃতদেহ উদ্ধার করতে। এই ভয়ঙ্কর ঘটনায় বনদপ্তরের উপর ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন ওই এলাকার বাসিন্দারা। তাঁদের দাবী তারা যতক্ষণ না ক্ষতিপূরণের আশ্বাস পাচ্ছেন ততক্ষন ওই মৃতদেহ পুলিশ বা বনদপ্তরকে উদ্ধার করতে দেবে না। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরী হয়েছে এলাকায়। বনদপ্তর সূত্রে জানা গেছে, খুব শীঘ্রই এলাকার হাতিগুলোকে অন্যত্র সরানোর ব্যবস্থা করা হবে। হাতি যাতে জনবসতিপূর্ণ এলাকায় না ঢুকতে পারে তার জন্য করিডরের ব্যবস্থা করা হবে।
ঝাড়গ্রামে হাতির হানায় মৃত্যু মোটেও বিরল ঘটনা নয়।একের পর এক এবং দিনের পর দিন যেভাবে হাতির আক্রমণে মৃতের সংখ্যা বেড়ে চলেছে তাতে যথেষ্ট ভয়ে দিন কাটাচ্ছে এলাকার সাধারণ মানুষ। এই ভাবে প্রাণের ঝুঁকি নিয়ে বেঁচে থাকায় অত্যন্ত বিরক্ত এলাকাবাসী। বন দফতরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন গ্রামবাসীরা। এদিকে, হাতিরা হানায় রাজ্যে এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।