দেবব্রত বাগ-ঝাড়গ্রাম:
ঝাড়গ্রামে বালিভাসা টোলপ্লাজার কাছে বাস ও ট্যাঙ্কারের মুখমখি সংঘর্ষ। প্রথমিক খবর এখন পর্যন্ত আহত প্রায় ১৭ জন। এরা সকলেই বাসের যাত্রী। এদের মধ্যে ২ জনের আঘাত গুরুতর। আহত দের মধ্যে ১৩ জন কে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। পুলিশের গাড়ি ও রাস্তার কিছু প্যাসেঞ্জার গাড়িতে আহত দের আনা হয় হাসপাতালে। বাকি দের ও আনা হচ্ছে। কি ভাবে একি রুটে গাড়ি দুটি চলে এলো তা তদন্ত শুরু করেছে পুলিশ। দূর্ঘটনার জেরে সাময়িক পথ অবরুদ্ধ হয়ে যায়। তবে পুলিশি তৎপরতায় ফের জানচলা শুরু হয়। ৬ নং জাতীয় সড়কে। ঘটনাস্থলে মোতায়ন করা হয়েছে পুলিশ।