দেবব্রত বাগ-ঝাড়গ্রাম
ঝাড়গ্রামে সাতসকালে মহিলার ছিন্নভিন্ন দেহ উদ্ধার কে ঘিরে শোরগোল। মঙ্গলবার সকালে ওই মহিলার দেহ পড়ে দেখতে দেখেন স্থানীয়রা। ঘটনাটি মঙ্গলবার সকালে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের চুনপাড়া এলাকার। জানা গেছে, মঙ্গলবার সকালে সাঁকরাইলের এই চুনপাড়া এলাকার স্থানীয় একটি জঙ্গলে এলাকার বাসিন্দারা হঠাৎ করে রাস্তার ধারে ছিন্নভিন্ন দেহ পড়ে থাকতে দেখেন। এর ফলে যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় এলাকায়। দেখা যায় মহিলার দেহ টি ছিন্নভিন্ন হয়ে পড়ে আছে। গ্রামবাসীরা পুলিশে খবর দেয়, পুলিশ মৃতদেহটি সনাক্তকরণ করে। এবং পুলিশ সূত্রে জানা গেছে ওই মৃত মহিলার নাম খলনা মাহাত, বয়স (৭৪)। বাড়ি পশ্চিম মেদিনীপুরের খড়গপুর লোকাল থানার ভুডুরচাটি এলাকায়। তবে কিভাবে এই ঘটনা ঘটেছে এখনো স্পষ্ট জানা যায়নি। পুলিশ সূত্রে খবর, ওই মহিলা মানসিক ভারসাম্যহীন ছিলেন। জানা গেছে, ওই মহিলার এক আত্মীয় বাড়ি সাঁকরাইলের বাকড়া এলাকায় মহিলা তার আত্মীয় বাড়ি তে এসে ছিলেন। পুলিশ জানিয়েছে, গত পরশুদিন আত্মীয় বাড়ি থেকে বেরিয়ে যান, আর ফিরে আসেন নি। এবং আজ সাত সকালেই উদ্ধার হয় মহিলার মৃতদেহ। তবে স্থানীয়দের অনুমান হাতির হামলায় মৃত্যু হতে পারে ওই মহিলার। কারণ জঙ্গল এলাকায় ওই মৃত দেহ পড়ে থাকতে দেখেন বাসিন্দারা। আর ওই এলাকায় গতকাল ছিল হাতির দল বলে খবর। মৃত উদ্ধার করেছে পুলিশ। তবে পুরো ঘটনার তদন্তে নেমেছে সাঁকরাইল থানার পুলিশ।