নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রাম:
সুবর্ণরৈখিক ভাষা ও সংস্কৃতি চর্চা বিষয়ক সংগঠন ‘আমারকার ভাষা,আমারকার গর্ব’-এর উদ্যোগে এবং সংগঠনের ঝাড়গ্রাম শাখার ব্যবস্থাপনায় ঝাড়গ্রাম শহরের উপকণ্ঠে ফুলবেড়িয়ায় অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যে সজ্জিত শাল জঙ্গলে ঘেরা ‘কুটুম বাড়ি তে অনুষ্ঠিত হলো বসন্ত উৎসব ‘রংমিলান্তি”। অনুষ্ঠানে পরিচালক মন্ডলীর উপস্থিত সবাইকে স্বাগত জানান বিশ্বজিৎ পাল,শাশ্বতী খুঁটিয়া সহ অন্যান্যরা। অনুষ্ঠানে আলোচনা,আবৃত্তি, সঙ্গীত, নৃত্য ,হাস্যকৌতুক উপস্থাপিত করেন পরিবারের সদস্য-সদস্যারা ও আমন্ত্রিত শিল্পীরা। অনুষ্ঠানে ঝুমুর সঙ্গীত পরিবেশন করে বিশেষ ভাবে আসর মাতিয়ে তোলেন বিশিষ্ট ঝুমুর শিল্পী ইন্দ্রানী মাহাতো। সুবর্ণরৈখিক ভাষায় ও বাংলা ভাষায় নানা রঙীন অনুষ্ঠান উপস্থাপিত হয়।ছিল আবীর খেলা, মিষ্টি মুখ ও মধ্যাহ্ন ভোজের পারিবারিক আয়োজন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়্গপুর আই আই টির অধ্যাপক ড.ভানুভূষণ খাটুয়া, বিশিষ্ট শিক্ষাব্রতী সর্বেশ্বর মহাপাত্র, কবি খগেন জানা,আশিষ খুঁটিয়া, অনিমেষ সিংহ,অসীমা দে,অধ্যক্ষ ড.সিদ্ধার্থ মিশ্র ,অধ্যাপক সৈকত আলি সা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। সংগঠনের পরিচালক মন্ডলীর পক্ষে উপস্থিত ছিলেন মুরলীধর বাগ, বিশ্বজিৎ পাল, সুদীপ কুমার খাঁড়া,সুমন মন্ডল,শ্বাশতী খুঁটিয়া, অনিমেষ সিংহ,রাজীব ভূঞ্যা,কিশোর রক্ষিত, সৈকত আলি সা,আনন্দ বিশুই প্রমুখ। অনুষ্ঠানটিকে সর্বাঙ্গ সুন্দর করে তুলতে চেষ্টার ত্রুটি রাখেননি সংগঠনের কার্য্যকরী সমিতির সভাপতি জয়দেব পাণি, ঝাড়গ্রাম শাখার গুরুত্বপূর্ণ সদস্যা শাশ্বতী খুঁটিয়া, সদস্য স্বর্ণ শতপথী,উত্তম কুইলা, কালীপদ সাউ,অমিত মন্ডল,রুবি সাউ, গৌরী শংকর দে, সুধাংশু শেখর পৈড়া,প্রশান্ত বালা, আনন্দ বিশুই,অসীমা দে সহ অন্যান্যরা।ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর-১,গোপীবল্লভপুর-২,সাঁকরাইল,নয়গ্রাম,ঝাড়গ্রাম ব্লকের পাশাপাশি দিল্লী,গুজরাট জামশেদপুর, বহড়াগোড়া, ঝাড়গ্রাম পৌরএলাকা, মেদিনীপুর,খড়্গপুর, কলাইকুন্ডা,কেশিয়াড়ী,পূর্ব মেদিনীপুর সহ আরো অন্যান্য এলাকার দুই শতাধিক সদস্য-সদস্যা উপস্থিত ছিলেন।