সংবাদদাতা, জলপাইগুড়ি: টাকা দিয়ে চাকুরি দেওয়ার মামলায় আপাতত স্বস্থি পেলেন কেন্দ্রীয় স্বরাস্ট্র প্রতিমন্ত্রী নিশিথ প্রামানিক। ২০১৯ সালে তার বিরুদ্ধে দিনহাটা থানায় টাকার বিনিময়ে চাকুরি দেওয়ার অভিযোগ তুলে মামলা দায়ের করেন এক মহিলা। অভিযোগ ২০১৯ সালে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন।সেইসময় রাজ্য সরকার তার বিরুদ্ধে একাধিক মামলা শুরু করে। কিন্তু আজ পর্যন্ত পুলিশ সেই মামলায় চার্জশীট আদালতে জমা করতে পারেনি। বুধবার কোলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের সিঙ্গল বেঞ্চের বিচারপতি বিভাসরঞ্জন দে তার রায়ে এই মামলায় আট সপ্তাহের স্থগিতাদেশ দিলেন। কারন পুলিশ চার্জশিট দিতে পারেনি। এদিন মামলা থেকে নিশীথ প্রামানিক কে রেহাই দিতেই আবেদন করাতে বিচাপতি নিশীথের বিরুদ্ধে মামলায় ৮ সপ্তাহের স্থগিতাদেশ দিলেন।ফলে লোকসভা নির্বাচনের আগে নিশিথ প্রামানিক পেলেন কিছুটা স্বস্তি।ভারতীয় দন্ডবিধির ৪২০ ও ৪০৬ ধারায় মামলা করা হয়েছিল।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *