নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর:
শনিবার সাত সকালে মেদিনীপুর রেল স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল খড়গপুর গ্রামীণের বিধায়ক দিনেন রায় এর ভাইয়ের। মৃতর নাম রথীন্দ্র নাথ রায়, (৬৫)।
জানা গিয়েছে এদিন রথীন্দ্র নাথ এর স্ত্রী খড়গপুর -আসানসোল এক্সপ্রেস ধরে অন্যত্র কোথাও যাওয়ার পরিকল্পনা ছিল। তাঁকে ট্রেনে তুলতে গিয়েই বিপত্তি!
শনিবার সকাল প্রায় সাড়ে ছটা নাগাদ প্লাটফর্মে ট্রেন ঢুকতেই তাঁরা ট্রেনে ওঠার তোড়জোড় শুরু করেন। স্ত্রীকে ট্রেনে তুলে কিছু প্রয়োজনীয় কথা বলছিলেন রথীন্দ্র নাথ বাবু, এরপর ট্রেন ছেড়ে দিলে চলন্ত ট্রেন থেকে তিনি নামতে যান, চোখের নিমেষেই ঘটে যায় দুর্ঘটনা, চলন্ত ট্রেনে পা পিছলে লাইনে পড়ে কাটা পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। দুর্ঘটনার পরেই কয়েকশো মিটার ট্রেন এগিয়েই থেমে যায়।ট্রেন থেকে নেমে তাঁর স্ত্রী স্নিগ্ধা রায় কান্নায় ভেঙে পড়েন,ঘটনায় শোকে পাথর হয়ে যান তিনি।
জানা গিয়েছে মৃত বিধায়কের ভাই একজন নামকরা ব্যাবসায়ী ছিলেন। মেদিনীপুর শহরের আবাস এলাকায় সপরিবারে বসবাস করতেন।
বিধায়ক দীনেন রায় বলেন, শুনেছিলাম ভাই তাঁর স্ত্রীকে ট্রেনে তুলতে এসেছিলেন, তারপর এই ঘটনা আমরা কোনও ভাবেই মেনে নিতে পারছি না। গভীর ভাবে মর্মাহত আমরা, তা ভাষায় প্রকাশ করতে পারছি না। এদিকে এই দুঃসংবাদ পাওয়ার পরেই ছুটে তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা , মেদিনীপুরের পৌরপিতা সৌমেন খান সহ অন্যান্যরা।
দুর্ঘটনার পরেই রেল পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর তোড়জোড় শুরু করেছে। শোকের ছায়া নেমেছে সারা জেলা জুড়ে!